<p>শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা  উল্লাস প্রকাশ করতে থাকেন। পাশাপাশি বিক্ষুব্ধরা থানা ও কারাফটকে ভাঙচুর চালায়। এ ছাড়া মেয়র ভবন ও কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে সোমবার (৫ আগস্ট)  সকালে কর্মকর্তাসহ গাজীপুরের দুই থানার সকল পুলিশ সদস্য  পালিয়ে যান। </p> <p>জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে দলে দলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একদল বিক্ষুব্ধ লোকজন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ফটকে হামলা চালায়। হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের বাড়িতে। মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্রও লুট করে নিয়ে যায় একদল যুবক।  </p> <p>এদিকে, সোমবার সকালেই থানা অরক্ষিত রেখেই ওসি, পরিদর্শক, উপপরিদর্শকসহ কালিয়াকৈর ও জয়দেবপুর থানার সকল পুলিশ সদস্য পালিয়ে যান। </p>