<p>জেলেদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের দায়ে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। সোমবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুরে দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কোরবান আলী আদালতে এই অভিযোগপত্র জমা দেন। </p> <p>২০২২ সালের ১৮ মে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের জন্য ৫৩.৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। তার মধ্যে ৬.৭২ মেট্টিক টন চাল কম ছিল। এমন পরিস্থিতিতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ স্মৃতিকে জানান। তার নির্দেশে পরবর্তীতে চাল মজুদ করা ওই গুদাম সিলগালা করে দেওয়া হয়।</p> <p>চাল আত্মসাৎ করার অভিযোগ উঠলে প্রাথমিকভাবে তদন্ত শেষে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। সব শেষ দুদক পুরো বিষয় তদন্ত করে তার সত্যতার খুঁজে পায়। সেই পরিপ্রেক্ষিতে চাঁদপুরে দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কোরবান আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। </p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ ও আরো কিছু অভিযোগ উঠায় তাকে প্রাথমিকভাবে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।</p>