<p style="text-align: justify;">ঝিনাইদহে বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">জানা গেছে, একতারপুর গ্রামের হাবিবুর রহমান হবি বিশ্বাসের ছেলে আবির হোসেন (১৯) একই গ্রামের আব্দুর রশীদের ১৫ বছর বয়সী কিশোরীকে বিয়ে করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার খবর পেয়ে বরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিয়ে আসেন।</p> <p style="text-align: justify;">মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অপ্রাপ্ত বয়স্ক কনেকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া ওই ঘটনায় নিকাহ রেজিস্ট্রার (কাজী) আলতাফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।</p>