<p>দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মো. রবিউল ইসলাম (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে  উপজেলার শতগ্রাম  ইউনিয়নের দক্ষিণ কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>মৃত মো. রবিউল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। </p> <p>বিষয়টি নিশ্চিত করে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, ‘দুপুরে টিভিতে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল।’<br />  </p>