<p>বগুড়ার আদমদীঘিতে বালুবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাজু বেগম (৫০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং চালক মিঠুন ঋষি গুরুতর আহত হয়েছেন। </p> <p>আজ বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহত সাজু বেগম উপজেলার সান্দিড়া গ্রামের সরদারপাড়ার মোজাফ্ফর রহমানের মেয়ে।</p> <p>পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, বগুড়া থেকে নওগাঁগামী বালু বোঝাই একটি ট্রাক উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে শিশুদের দোলনা বোঝাই করা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মিঠুন ঋষি ও যাত্রী সাজু বেগম গুরুতর আহত হয়। পরে স্থানিয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক সাজু বেগমকে মৃত ঘোষণা করেন।</p> <p>আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বালু বোঝাই ট্রাক জব্দ করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুপুরে নিহতের ভাই হান্নান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>