<p style="text-align: justify;">হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সাকিব (৩০) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে সৈয়দ আবতাব উদ্দিন শাহ্ মাজার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">আহত মোহাম্মদ সাকিব চট্টগ্রামের বোয়ালখালির উপজেলার পশ্চিম কদুরখীল গ্রামের মান্নান মিয়ার ছেলে। </p> <p style="text-align: justify;">সাকিবের সঙ্গে পাওয়া আইডি কার্ড অনুযায়ী সাকিব চট্টগ্রাম ম্যাফ সুজ লিমিটেডের অধীনে অ্যাম্বোসিং বিভাগের জেনারেল অপারেটর। তবে তার অফিস থেকে জানানো হয় সাকিব অফিসে আছেন।</p> <p style="text-align: justify;">জানা যায়, রেললাইনের কাছে হাঁটাহাটি করছিলেন সাকিব। এ সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। </p>