<p>চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সেকান্দার প্রকাশ ছট্টুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছট্টু উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর গ্রামের রহুল আমিনের ছেলে।</p> <p>থানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যায় সেকান্দার প্রকাশ ছট্টু নিজের গোয়ালঘরে কাজ করছিলেন। এ সময় একই বাড়ির বাসিন্দা প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) একা পেয়ে কৌশলে কাছে ডেকে ফুঁসলিয়ে গোয়ালঘরের মধ্যে ধর্ষণ করেন। </p> <p>কয়েক দিন আগে মেয়েটি তার সহপাঠীদের ঘটনাটি বললে ধীরে ধীরে তা জানাজানি হয়। পরে তার অভিভাবকরা থানায় এসে ঘটনার বর্ণনা দিলে পুলিশ কৃষক সেজে অভিযান চালিয়ে ছট্টুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। </p> <p>ভিকটিমকে মেডিক্যাল টেস্টের জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। </p> <p>সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন ঘটনার বর্ণনা দিয়ে জানান, আজ রাতেই এ বিষয়ে মামলা দায়ের হবে। শুক্রবার ধর্ষককে কোর্টে চালান করা হবে।</p>