<p>বেকারকে চাকরি, চাকরিদাতাকে প্রমোশন ও পারিবারিক সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মো. হুমায়ুন কবির (৫৩) নামে ভণ্ড এক কবিরাজ গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।</p> <p>আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত ওই ভণ্ড কবিরাজকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় আল্লাহর দান আজমিরি কবিরাজি দাওয়াখানা-২ নামে একটি কবিরাজের দোকান দিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা করে আসছিলেন। স্থানীয়রা সবাই তাকে কবিরাজ হিসেবেই চেনে।</p> <p>ভুক্তভোগী শাহাব উদ্দিন ভুঁইয়া একই এলাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরিতে প্রমোশন ও পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কবিরাজ তার কাছ থেকে ৯ লাখ টাকা নিয়েছেন। পরে কাজ না হলে টাকা ফেরত চাইলে উল্টো হুমকি-ধমকি দিয়ে আসছিলেন ওই কবিরাজ।</p> <p>মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই অপূর্ব সাহা বলেন, ‘প্রতারণার অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী।’</p>