<p>দরবেশ বাবা পরিচয়ে বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। </p> <p>রবিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।</p> <p>তিনি বলেন, দরবেশ বাবা পরিচয়ে বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণা করত একটি চক্র। বিশেষ অভিযান চালিয়ে চক্রের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>এ বিষয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।</p>