<p style="text-align: justify;">ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা-ও মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উচ্চ রক্তচাপজনিত কারণে ছেলে সাগর মিয়া (৩৮) মারা যান। তার মারা যাওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা মোর্শেদা বেগমের (৬৫) মৃত্যু হয়।</p> <p style="text-align: justify;">নিহতরা জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তরপাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী ও ছেলে। একই সঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। </p> <p style="text-align: justify;">সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়া আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে সাগর মিয়া উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে মা মোর্শেদা বেগম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align: justify;">মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় অটোরিকশার চালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা-ও মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক।</p>