<p>গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি জয়লাভের পর তাঁর কর্মীদের বিজিত প্রার্থীর কর্মীদের নম্র ব্যবহার দিয়ে মন জয় করার আহ্বান জানিয়েছেন।</p> <p>ফলাফলের পর গতকাল রবিবার রাত ১১টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীপুর ভবন চত্বরে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি।</p> <p>রুমানা আলী টুসি বলেন, ‘যারা পরাজিত হয়েছেন তাঁদের তো মনটা খারাপ। তাঁরা সংক্ষুব্ধ হয়ে আছেন। আপনারা তো ক্ষুব্ধ না। আপনারা আনন্দিত। একটা মানুষের যখন মন খারাপ থাকে, তখন সে অন্যরকম কিছু করতে পারে। আমাদের সহনশীলতার সঙ্গে তাঁদেরকে দেখতে হবে। খুব নম্র ব্যবহার দিয়ে তাঁদের মনটা জয় করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘যে যত বড়র দিকে যায়, তাকে তত নম্র হতে হয়। আপনাদের কাছে আমি নম্রতা, ভদ্রতা, সভ্যতা এবং সহনশীলতা আশা করি। আমাদের মধ্যে পারস্পরিক ভালো সম্পর্ক তৈরি করতে হবে।’</p> <p>নির্বাচনে ২৪ হাজার ৫২২ ভোটের ব্যবধানে জয়ী হন অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি পেয়েছেন এক লাখ ২৬ হাজার ১৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (ট্রাক প্রতীক) পেয়েছেন এক লাখ এক হাজার ৬৭৪ ভোট।</p> <p>অধ্যাপক রুমানা আলী টুসি বর্তমান নারী আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে।</p>