<p>জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন- জাতীয় পার্টির প্রার্থী এস এম আবু সায়েম। উপজেলা নির্বাচন অফিস রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।</p> <p>নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।</p> <p>বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে। </p> <p>জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।</p> <p>এ আসনে মোট ভোটার ৪ লাখ ১ হাজার ৪৯৯ ভোট। পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৭৪ ও মহিলা ভোটার ২ লাখ ১ হাজার ৯২৪।</p> <p>এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অহনা জিন্নাত বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’</p>