<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ভোটে বিপ্লব ঘটিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ৮ হাজার ৬৮২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।</p> <p>মনোহরদী উপজেলার ৯৬টি এবং বেলাব উপজেলার ৬১সহ মোট ১৫৭ কেন্দ্রের ফলাফলে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৯ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬২০ ভোট। মনোহরদী এবং বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করা হয়েছে।</p> <p>নৌকা প্রতীকের সমর্থকরা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে অবদান রেখেছেন এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিয়েছেন। নূরুল মজিদ হুমায়ূনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে পেরে এলাকার সর্বস্তরের সাধারণ ভোটাররা অনেক খুশি।</p> <p>শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাববাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার আসনে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক জনসেবা অব্যাহত থাকবে।’</p>