<p>ফেনীতে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগোবিন্দ গ্রামের সামছুল হক ভূঞার বাড়িতে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত গৃহবধূর নাম পারুল আক্তার (৫০)। তিনি ওই বাড়ির সৌদি প্রবাসী আতাউর রহমান ওরফে আত্তপ মিয়ার স্ত্রী।</p> <p>দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম বুধবার রাত ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে এ ঘটনা ঘটাল তাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।</p> <p>বাড়ির লোকজন জানান, পারুলের বড় ছেলে তুহিন প্রবাসে, ছোট ছেলে তন্ময় বাড়ির বাইরে ছিল। পারুল ঘরে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা <br /> বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে ওই ঘরে ঢুকে তাকে লাঠির আঘাতে ও গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।</p> <p>প্রবাসী আতাউর রহমানের চাচাতো ভাই জিয়াউদ্দিন সোহাগ বাড়ির বাসিন্দাদের বরাত দিয়ে জানান, লাঠির আঘাতে পারুলের মাথায় রক্তক্ষরণ হয় এবং একই সময়ে গলায় ফাঁস লাগিয়ে ডাকাতরা তাকে হত্যা করে। ছোট ছেলে তন্ময় রাত ৯টার দিকে বাড়ি ফিরে মায়ের নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন সেখানে জড়ো হয়। দাগনভূঞা থানার ওসি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। </p> <p>প্রসঙ্গত, দুই ছেলে ও এক মেয়ের জননী পারুল দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের ছোট বোন ছিলেন।</p>