<p>গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ২০০৮ সালে ছিলেন স্থাবর-অস্থাবর মিলিয়ে ৪২ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের মালিক। এসব সম্পদের মধ্যে ছিল ব্যাংকে জমা ৯ লাখ ৬১ হাজার টাকা, ২০ হাজার টাকার স্বর্ণ, ৩০ হাজার টাকার আসবাবপত্র, এক লাখ ৮৫ হাজার টাকার দালানকোঠা এবং ঢাকায় ৩০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের একটি পাঁচতলা বাড়ি।</p> <p>ওই সময় তিনি ছিলেন গৃহিণী। তখন তাঁর একমাত্র বাড়ি ভাড়া খাতে আয় ছিল বছরে সাড়ে পাঁচ লাখ টাকা।</p> <p>১৫ বছরের ব্যবধানে ২০২৩ সালে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ ১৯.৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে আট কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা।</p> <p>মেহের আফরোজ চুমকির নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। তিনি আসন্ন নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। </p> <p>বর্তমানে চুমকির পেশা রাজনীতি। বছরে আয় করেন ২৯ লাখ ৭০ হাজার টাকা। এই আয়ের মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ছয় লাখ ৫০ হাজার ও সংসদ সদস্য হিসেবে ভাতা ও সম্মানী ২৩ লাখ ২০ হাজার টাকা। তাঁর ব্যাংকে রয়েছে তিন কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকা। নগদ ৩৮ লাখ ৯১ হাজার টাকা।</p> <p>অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে ২০ হাজার টাকার স্বর্ণ, ইলেকট্রনিক ও আসবাবপত্র মিলিয়ে ৫৫ হাজার টাকা, তিন কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি। তাঁর কোনো গাড়ি নেই। </p> <p>তবে ২০১৮ সালে চুমকির স্বামী দুই কোটি সাত লাখ ৭৬ হাজার টাকার স্বাবর-অস্থাবর সম্পদের মালিক ছিলেন। তাঁর বাড়ি ভাড়া খাতে সাত লাখ ২০ হাজার ও চাকরি খাতে ১৪ লাখ মিলিয়ে বার্ষিক আয় ছিল ২১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু ২০২৩ সালে তাঁর কোনো আয় বা সহায়-সম্পদ নেই বলে হলফনামায় দেখানো হয়েছে।</p>