<p>আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ৫২ নেতা। এর মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সবচেয়ে কম চারটি মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-১ আসনের প্রার্থীরা।</p> <p>সিলেটের ছয় আসনের মধ্যে পাঁচটির সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের। এর মধ্যে সিলেট-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এবার নির্বাচন করছেন না। বাকি চারটিতে বর্তমান সংসদ সদস্যরা ফরম জমা দিয়েছেন।</p> <p>সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, সিলেট সদর ও সিলেট সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে এবারও দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বতর্মান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি ছাড়াও আরো তিনজন এ আসনে দলের মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং আওয়ামী লীগ নেতা এস ডি মতিউর রহমান নানু।</p> <p>সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান দলের সাত নেতা। তাঁরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল গণি, আনছার আলী, মো. নুরুল ইসলাম (নুর মিয়া), মোহাম্মদ হারুন অর রশীদ।</p> <p>সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মনির হোসাইন, ড. মিসবাউর রহমান, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ূন আহমদ, মো. মতিউর রহমান, শামীম ইকবাল।</p> <p>সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৯ নেতা। দলের বর্তমান সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী সহসভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান চৌধুরী।</p> <p>সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি আর নির্বাচন করবেন না। সে অনুযায়ী তিনি এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা নির্বাচন না করায় সেখানে দলের সাতজন দলীয় মনোনয়ন যুদ্ধে নেমেছেন।</p> <p>তাঁরা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশতাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, তাসলিমা খানম, মো. খসরুজ্জামান ও সরওয়ার কবির।</p> <p>সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) সংসদীয় আসন সবচেয়ে বেশি ১৫ জন নেতা আছেন আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে। বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও এখানে দলের মনোয়ন চান কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান, মো. মোদাব্বির হোসেন।</p> <p>এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তিনি বলেন, ‘সিলেট জেলার ছয় সংসদীয় আসনে ৫২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে চার সংসদ সদস্যও রয়েছেন। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে শুধু হাফিজ আহমদ মজুমদার মনোনয়ন ফরম কেনেননি। তিনি আগেই নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন।’</p>