kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০২২ । ২০ অগ্রহায়ণ ১৪২৯ । ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪

ভাসুরের মৃত্যু শোকে মারা গেলেন ছোট ভাইয়ের স্ত্রী

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০২২ ১৩:৫৩ | পড়া যাবে ১ মিনিটেভাসুরের মৃত্যু শোকে মারা গেলেন ছোট ভাইয়ের স্ত্রী

ময়মনসিংহে ফুলপুরে বড়ভাইয়ের মৃতদেহ দেখে ছোট ভাইয়ের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামের ওয়াহেদ আলী (৭০) রবিবার সকালে বার্ধক্য জনিত কারণে মারা যান। ভাসুরের লাশের পাশে কান্না কাটি করার এক পর্যায়ে ছোট ভাই নাজিম উদ্দিনের স্ত্রী খোদেজা খাতুন (৪০ ) ‘আমার দম বন্ধ হয়ে আসছে’ বলতে বলতেই ঘরের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বিজ্ঞাপন

ভাসুরের মৃত্যু শোকে ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়ায় এলাকায় চলছে শোকের ছায়া। এ খবর শোনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহা আলী শোকাভিভূত পরিবারে খোঁজ-খবর নিতে তাঁদের বাড়িতে আসেন।সাতদিনের সেরা