<p style="text-align: justify;">বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩’-এ যৌথভাবে ১৯টি পুরস্কার পেয়েছে ‘এফসিবি বিটপী’ ও ‘স্টারকম’।</p> <p style="text-align: justify;">ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মেঘনা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং  ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সহযোগতিায়</p> <p style="text-align: justify;">মোট ১৯টি পুরস্কারের মধ্যে তিনটি গোল্ড, ছয়টি সিলভার ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে এ দুটি বিজ্ঞাপনী কোম্পানি।</p> <p style="text-align: justify;">অ্যাওয়ার্ড সম্বলিত ক্যাটাগরি গুলো হচ্ছে— বেস্ট ইউজ অফ ডিসপ্লে, বেস্ট ইউজ অফ ড্যাটা এন্ড অ্যানালিটিক্স, বেস্ট ইউজ অফ পার্ফম্যান্স মার্কেটিং, বেস্ট ইউজ অফ অ্যাপ মার্কেটিং, বেস্ট ইউজ অফ সার্চ এবং বেস্ট ইউজ অফ ই-কমার্স। </p> <p style="text-align: justify;">প্রতিষ্ঠানটির ডিজিটাল প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক মো আবিদ আল হাসান জানান, ডাটা ড্রিভেন ক্যাম্পেইন আইডিয়া এবং এর সঠিক সম্পাদনই একটি ডিজিটাল ক্যাম্পেইনের মূল সাফল্য। পাশাপাশি টিম এর অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মনোভাব আজকে আমাদের এই সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।</p>