<p>চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুজন শিক্ষক বিশ্ববিদ্যালয় হলের সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তাঁরা। শিক্ষক দুজন হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম এবং পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া। </p> <p>আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এর কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।</p> <p>জানা যায়, ড. মো. মোরশেদুল আলম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। আর অধ্যাপক অরূপ বড়ুয়া সহকারী প্রক্টর ও চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁরা উভয়ে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান। </p> <p>এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ‘সকালে দুজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।’</p> <p>পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোরশেদুল আলম বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততার কারণে প্রক্টরের দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। </p> <p>অন্য শিক্ষক অরুপ বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।</p>