<p>দীর্ঘ ৬ বছর পর আজ বুধবার (১ নভেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের মাধ্যমে শাখাটির মিঠু-মিজান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে বিকাল ৩টায় আয়োজিত সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ ঘোষণায় কমিটি বিলুপ্ত করা হয়।</p> <p>সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান। এতে বিশেষ অতিথি হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া, সাবেক উপার্চায অধ্যাপক ড. কামাল হোসেন। সম্মেলনের উদ্ভোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং প্রধান বক্তা হিসেবে  ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।</p> <p>সম্মেলনে সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া স্মার্ট বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সংগঠন। আমাদের ছাত্র সংগঠন সমময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত মানসিকতা ধারনকারী সব থেকে সেরা সংগঠন। আমরা চাই আমাদের ছাত্রদের উন্নত চিন্তা, মানের উন্নতিসহ স্মার্ট বাংলাদেশের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে। আমরা বাহু বলের রাজনীতি প্রর্দশন করতে চাই না। আমরা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই না। আমরা আমাদের ছেলেদের মানোন্নয়ন করে আন্তর্জাতিকভাবে সফল হওয়ার মতো উপযুক্ত করে তৈরি করতে চাই।</p> <p>এ সময় সাদ্দাম হোসেন আরো বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের নেত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশ যখন উন্নত থেকে উন্নততর হচ্ছে সেখানে কিছু অপশক্তি আমাদের এ অগ্রযাত্রাকে রুখে দিতে দেশ ও বিদেশে ষড়যন্ত্র করছে। তবে আমাদের গণতান্ত্রিক দেশে কোনো অপশক্তির স্থান হবে না। এক্ষেত্রে আমাদের সবাইকে একত্রিত হয়ে রুখে দিতে হবে সকল অপশক্তিকে।</p> <p>সাধারণ সম্পাদক ইনান বলেন, কৃষি গবেষণায় আমাদের জোর দিতে হবে। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃষি গবেষণার বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী এক্ষেত্রে সবসময় কৃষিকে আলাদা গুরুত্ব দিয়ে এসেছেন। আপনাদের আমাদের দেশের কৃষিকে আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে হবে। আমাদের নেত্রী কৃষি উন্নয়নের সনদ হিসেবে কৃষি বিষয়ক বিভিন্ন প্রণোদনা, এআইপি চালুকরণসহ বিভিন্ন নতুন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তবে যেসকল অপশক্তি আজ এই উন্নয়ন সহ্য করতে পারছে না, দেশে অরাজগতা সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। সকলকে নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করতে হবে।</p>