<p>আগামী ১৭ জুন দেশে পালিত হবে ঈদুল আজহা। এ উপলক্ষে তিন দিনব্যাপী কোরবানির পশু জবাই হবে দেশে। এতে কমবে মুরগির মাংসের চাহিদা। এদিকে ঈদের ছুটি রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে চাহিদা কমায় রাজধানীর বাজারে মুরগির দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে।</p> <p>বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে গরুর মাংস বাড়তি দাম ৮০০ টাকা কেজি দরেই বিক্রি করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1397639"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বুদ্ধির পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন তানজিদ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/14/1718364552-7be018133ab8b30236c7eea6696137ae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">বুদ্ধির পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন তানজিদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/06/14/1397639" target="_blank"> </a></div> </div> <p>জানতে চাইলে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের কারণে বাজারে মুরগির চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি কেজি মানভেদে ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1397651"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাসড়কের ওপর আওয়ামী লীগ নেতার গরুর হাট!" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/14/1718370130-3a53765c89977b9d71d40e1a80d35d9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">মহাসড়কের ওপর আওয়ামী লীগ নেতার গরুর হাট!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/14/1397651" target="_blank"> </a></div> </div> <p>এদিকে কোরবানির ঈদকে ঘিরে মসলার চাহিদা বেড়ে যাওয়ায় মুনাফালোভী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রায় সব ধরনের মসলাজাতীয় পণ্য বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।</p>