<p>দুর্ঘটনায় বিধ্বস্ত দুটি বিমান নিয়ে বোয়িংকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বা ডিওজে। গত মঙ্গলবার ফেডারেল জাজকে তারা এ বিষয়ে চিঠি দেয়। দুর্ঘটনায় পড়া দুটি বিমানই ৭৩৭ ম্যাক্স মডেলের। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০১৯ সালে ইথিওপিয়ায় দুর্ঘটনা ঘটে।</p> <p>এতে মোট ৩৪৬ জন নিহত হন। এই ঘটনায় প্রতারণার অভিযোগ এড়াতে ২০২১ সালে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি (ডিফার্ট প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) করে বোয়িং। সে সময় বোয়িং জানায়, ৭৩৭ ম্যাক্সের দুই টেকনিক্যাল পাইলট ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্লাইটের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ভুল তথ্য দেয়। এই বিমান দুটি পরবর্তী সময়ে দুর্ঘটনায় পড়ে।</p> <p>এতে পুরো বোয়িং কম্পানির কোনো দায় নেই। এবার ঢাল হিসেবে ব্যবহৃত সেই চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছে ডিওজে। দুই বছর তদন্ত চালিয়ে ডিওজে জানায়, পরিকল্পনা অনুযায়ী কাজ করা, নৈতিকতা মেনে চলতে সম্মত হওয়া এবং আইনের লঙ্ঘন শনাক্তে ব্যর্থ হয়েছে বোয়িং। এর মাধ্যমে চুক্তি ভঙ্গ করেছে তারা।</p> <p>তবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে বোয়িং। আত্মপক্ষ সমর্থনে ৩০ দিন সময় পেয়েছে তারা। এর ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে ডিওজে। সূত্র : বিবিসি</p>