<p style="text-align: justify;">সেলিনা হোসেন বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কথাসাহিত্যিকের নাম, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন, সমকালীন রাজনৈতিক সংকট ও দ্বন্দ্বের উৎস ও প্রেক্ষাপট উঠে এসেছে সেলিনা হোসেনের লেখা বই সমূহতে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি তিনি। সম্প্রতি ঢাকার শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে সেলিনা হোসেন তাঁর বক্তব্যে ক্লাস এইটের শিক্ষার্থী,  খুদে লেখক, গবেষক  ও প্রোগ্রামার আরাবী বিনতে শফিক শিফার প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন,  "আরাবী বিনতে শফিক শিফা এক নক্ষত্রের নাম, লেখালেখিতে অসাধারণ মেধাবী শিফার আগ্রহ আমাকে মুগ্ধ করে।"</p> <p style="text-align: justify;">বক্তব্যের আগে আরাবী বিনতে শফিক শিফার লেখা তিনটি বইয়ের ই বুক সংস্করণ উদ্বোধন করেন সেলিনা হোসেন, এই ই বুকগুলো পড়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। <a href="http://shifa.net.bd">http://shifa.net.bd</a> ওয়েবসাইটে এই ই-বুকগুলো পাওয়া যাচ্ছে। </p> <p style="text-align: justify;">আরাবী বিনতে শফিক শিফার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি এবং নির্মাণ করা অ্যাপের সংখ্যা দুইটি। শিফা তার লেখা বইগুলো নিজ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। আইসিটি খাতে অবদান রাখায় শিফা অর্জন করে অনেক গুরুত্বপূর্ণ পুরুষ্কার এর মাঝে অন্যতম হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে পুরস্কার এবং আইসিটি ডিভিশনের পুরষ্কার।  </p> <p style="text-align: justify;">শিফার অসাধারণ কাজগুলোর মাঝে অন্যতম জনপ্রিয় কাজ হচ্ছে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অ্যাপ নির্মাণ করা, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বই লেখা, মাত্র ১০ বছর বয়সে শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রথম অ্যাপ "অদম্য শেখ রাসেল নির্মাণ করা এবং সপ্তম শ্রেণিতে পড়ার সময় বঙ্গবন্ধুর পুত্রবধূ ও ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকীকে নিয়ে প্রথম বই লেখা। </p> <p style="text-align: justify;">২০২২ সালের ১২ অক্টোবর শিফার নির্মাণ করা দ্বিতীয় অ্যাপ "অদম্য শেখ রাসেল" উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবং শিফার লেখা দ্বিতীয় বই "অদম্য শেখ রাসেল"-এর মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। </p> <p style="text-align: justify;">তাছাড়া গত ২৯ আগস্ট ২০২৩ বাংলা একাডেমিতে "দুর্দম্য সুলতানা কামাল খুকী" বইটির মোড়ক উন্মোচন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। <br />  <br /> কিংবদন্তি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মুগ্ধতা নিয়ে শিফার অনুভূতি জানতে চাওয়া হলে শিফা জানায় "প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন আপা যখন আমার প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করছিলেন সেই মূহুর্তটি ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের মূহুর্ত, সত্যি আমি তখন অনেক অবাক হয়ে যাই যে তিনি আমার প্রতি মুগ্ধ। তারপর অনুষ্ঠান শেষে যখন শ্রদ্ধেয় সেলিনা আপা এবং উনার স্বামী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ভাইয়া আমাকে একটি স্মারক গ্রন্থ উপহার দিলেন সেই মুহূর্তটিও আমার জন্য ছিল স্মরণীয়, শ্রদ্ধেয় আপার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।" </p> <p style="text-align: justify;">শিফার লেখা বইগুলো পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার জ্ঞানকোষ প্রকাশনীর ১২ নং প্যাভিলিয়নে, ইতিমধ্যে এই বইগুলো বইমেলায় অনেক পাঠকপ্রিয়তা অর্জন করেছে, বইমেলার পাশাপাশি অনলাইনেও বইগুলো সংগ্রহ করা যাচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী, রকমারি ডট কম, বাতিঘর, বইফেরির মাধ্যমে।</p>