<p>যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (জাতীয় শোক দিবস) পালন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণের আহ্বান জানান।</p> <p>আজ মঙ্গলবার রাতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে। জয় জানিয়েছেন, এটি তার মায়ের স্টেটমেন্ট (বক্তব্য)।</p> <p>এদিকে ১৫ আগস্ট সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/13/1723559739-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/13/1414576" target="_blank"> </a></div> </div> <p>শেখ হাসিনা তার বার্তায় জানিয়েছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  নির্মমভাবে হত্যা করে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেছা, ভাই শেখ জামাল, শেখ কামাল, সুলতানা কামাল, রোজী জামাল, ১০ বছরের শিশু রাসেলসহ যারা সেদিন নিহত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।</p> <p>একই সঙ্গে গত গত জুলাই মাস থেকে আন্দোলনে যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শোক জ্ঞাপন করছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি এই হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।’</p> <p><br /> শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতিবহনকারী এই জাদুঘরটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/13/1723555884-346b0858bde854dfead0545bcb2b6bf7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/13/1414562" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফল ও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি  অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।’</p> <p>তিনি আরো বলেন, ‘আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সবার আত্মার মাগফিরাত কামনা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’</p>