<p style="text-align:justify">আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।</p> <p style="text-align:justify">রবিবার (৪ আগস্ট) বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">নানক বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি-জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্বদানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।</p> <p style="text-align:justify">জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">সাম্প্রতিক সময়ে দলের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।<br />  </p>