<p style="text-align:justify">কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বিএনপি সমর্থক রাজনৈতিক দল ও জোট। গতকাল শনিবার এক বিবৃতিতে দলগুলো এ দাবি জানায়।</p> <p style="text-align:justify">দাবিগুলো হলো—নিরাপত্তা দেওয়ার অজুহাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জোর করে তুলে নেওয়া বন্ধ করতে হবে। যাদের তুলে নেওয়া হয়েছে তাদের অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে; ছাত্র-জনতা ও বিরোধী দলের নেতাকর্মীসহ সবার ওপর হওয়া হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে।</p> <p style="text-align:justify">গ্রেপ্তার ও গুম করাদের মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে; অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের ৯ দফা মেনে নিতে হবে; কারফিউ প্রত্যাহার, বিজিবি ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইন্টারনেটব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে; আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনতে হবে; সব হত্যার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে।</p> <p style="text-align:justify">বিবৃতিতে সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।</p> <p style="text-align:justify">বিবৃতিতে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদসহ বিভিন্ন দলের নেতারা স্বাক্ষর করেন।</p>