<p>সরকার পরিবর্তনে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।</p> <p>সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন আমীর খসরু। এরপর গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নীতিনির্ধারক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1399203"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডরিনকে কলকাতায় ডাকেনি সিআইডি" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/21/1718980510-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">ডরিনকে কলকাতায় ডাকেনি সিআইডি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/06/21/1399203" target="_blank"> </a></div> </div> <p>আজ সন্ধ্যায় আমীর খসরু দেশে ফিরেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।<br />  <br /> বিমানবন্দর থেকে বাসার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন আমীর খসরু। তিনি বলেন, সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, মানুষের মৌলিক সমস্যা সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1399187"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুটি কমেছে স্কুল-কলেজে, প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/21/1718972803-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">ছুটি কমেছে স্কুল-কলেজে, প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/06/21/1399187" target="_blank"> </a></div> </div> <p>দলের কমিটি পুনর্গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের রদবদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।</p>