<p>বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারী শাখার সম্মেলনের উদ্বোধনী সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, এখনো বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে নারীর সমান অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রের আইন থেকে শুরু করে আচার-অনুষ্ঠান পর্যন্ত সবকিছুতেই কাঠামোগতভাবে নারী বিদ্বেষ চরিতার্থ করা হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত নারী বিদ্বেষ ও পিতৃতান্ত্রিক পুরুষ শ্রেষ্ঠত্ববাদ সমাজ ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। নারীরা প্রতি পদক্ষেপে বর্তমান সমাজের এই সাংস্কৃতিক পশ্চাৎপদতার নিষ্ঠুর শিকারে পরিণত হচ্ছে।</p> <p>আজ শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সিপিবি ঢাকা দক্ষিণ নারী শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সিপিবি’র ঢাকা দক্ষিণ মহানগর জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার। সিপিবি নারী শাখার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাশিদা কুদ্দুস রানুর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক রঞ্জনা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবি নেতা তাহমিনা ইয়াসমিন তিথি, শিবানী ভট্টাচার্য্য, মমতা চক্রবর্তী প্রমুখ। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।</p> <p>সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে শ্রমিক নেতা জলি তালুকদার বলেন, নারীসহ শোষিত মানুষের ভাগ্যের পরিবর্তনে রাজনৈতিক সংগ্রামের মধ্যদিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার করার পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করতে হবে। এ জন্য তরুণ ও শ্রমজীবী নারীদের নেতৃত্বে বিপ্লবী ধারায় নারী মুক্তি আন্দোলন জোরদার করতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।</p> <p>সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশে অব্যাহতভাবে ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। কুমিল্লার তনু হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী আন্দোলনে প্রতিবাদী দেয়ালচিত্র আঁকার দায়ে উল্টো ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ মদদে চরম বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট-অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। ফলে নিত্যপণ্য থেকে শুরু করে জীবনযাপনে প্রয়োজনীয় কোনো কিছুই আর সাধারণ মানুষের ক্রয়সীমার নাগালে নেই। জরুরি ওষুধ, শিশুখাদ্য, ভোজ্য তেল, আমিষ এমনকি অতি সাধারণ শাক-সবজির বাজার পরিকল্পিতভাবে গুটিকয়েক গোষ্ঠীর হাতে জিম্মি করা হয়েছে।</p> <p>সম্মেলনের কাউন্সিল অধিবেশনে পরবর্তী দুই বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা রাশিদা কুদ্দুস রানুকে সম্পাদক ও রঞ্জনা দেবীকে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়।</p>