<p>সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো তিনটি হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং শুনানি শেষে মামলার আবেদনগুলো যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। </p> <p><strong>যুবদল নেতা হত্যা</strong></p> <p>গুলি করে ফরিদপুরের যুবদল নেতা মান্দার মোল্লাকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। </p> <p>এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক ও কামরুল ইসলাম।</p> <p><strong>হৃদয় হত্যা</strong></p> <p>গুলি করে ছাত্র মমিনুল ইসলাম হৃদয়কে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে নিহতের বাবা মো. বিপ্লব হোসেন বাদী মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। </p> <p>এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আনিসুল হক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবির নানক ও মাহবুবউল আলম হানিফ।</p> <p><strong>সোহেল হত্যা</strong></p> <p>রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে সোহেলের ছোট ভাই জুয়েল মামলা করেন। আদালত অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।</p> <p>এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাজী সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, শাহরিয়ার কবির, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, অপু উকিল ও যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।</p> <p>মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যান সোহেল রানা। সেখানে অন্য আসামিদের নির্দেশে পুলিশের পোশাক পরিহিত লোকের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</p>