<p>সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা হয়েছে। মামলায় অটোরিকশাচালক সালাম বাবু ও সেলিম আলী সেখ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। </p> <p>বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা করা হয়েছে। </p> <p>এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে অটোরিকশাচালক সালাম বাবুকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সেলিম আলী সেখ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের মামলা করা হয়ছেন। নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি করেন মামুন নামের এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে অভিযোগটা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।</p> <p>মামলার আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার।</p> <p>সালাম হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে হাজার হাজার ছাত্র-জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১০ নম্বরে সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।</p>