kalerkantho


গুগল ফটোজে ‘অটো হোয়াইট ব্যালান্স’ সুবিধা

৬ মার্চ, ২০১৭ ০০:০০গুগল ফটোজে ‘অটো হোয়াইট ব্যালান্স’ সুবিধা

ব্যবহারকারীদের বিনিময় করা ছবির মানোন্নয়নে ‘অটো হোয়াইট ব্যালান্স’ নামের নতুন ফিচার চালু করেছে গুগল ফটোজ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের তোলা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি ও রং কমবেশি করার সুযোগ মিলবে। ফলে স্মার্টফোনে ছবি তুলে অনলাইনে সংরক্ষণ বা বন্ধুদের কাছে পাঠানোর আগে মানোন্নয়নের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি নিজেদের ছবি সংরক্ষণ অ্যাপটিতে ‘স্মার্ট অ্যালবাম’ চালুর পাশাপাশি পুরনো দিনের ছবির মানোন্নয়নে ‘ফটোস্ক্যান’ টুল চালু করে গুগল।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেটমন্তব্য