আগামীকাল থেকে কক্সবাজারের লং বিচ হোটেলে শুরু হতে যাচ্ছে 'বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ'-এর (বিডিনগ) দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। উদ্বোধন করবেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।
১৫ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হবে বিডিনগ সম্মেলন এবং পরবর্তী চার দিনে হবে কারিগরি কর্মশালা। দেশের শীর্ষ নেটওয়ার্ক বিশেষজ্ঞদের পাশাপাশি 'এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার' (এপনিক) ও 'ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস'-এর (আইক্যান) বিশেষজ্ঞরা এসব কর্মশালা পরিচালনা করবেন।