হরিহরণের সঙ্গে জুলফিকার রাসেল
ভারতের পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পী হরিহরণ গাইলেন বাংলাদেশের জুলফিকার রাসেলের লেখা গান। সুর ও সংগীত করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। ‘পিয়া বাওরি’ শিরোনামের গানটি শোনা যাবে হিন্দিতে। জুলফিকার বলেন, ‘তাঁর কণ্ঠে আমার একটা গান থাকবে, এমন স্বপ্ন দেখার আগে অনেক ভেবেছি। নিজেকে তৈরি করেছি। ইচ্ছা ছিল গানটা করব বাংলায়। হিন্দি মোটামুটি বুঝলেও গান লেখাটা প্রায় অসম্ভব ছিল। দুই-তিন বছর আগে বন্ধু টুনাইকে ইচ্ছার কথা জানানোর পর সেও এক্সাইটেড ছিল। বলল, হিন্দিতে করলে এটি শতকোটি মানুষের গান হবে। তখন মনে হয়েছে, হিন্দিতে করলে ক্ষতি নেই। ২৭ আগস্ট মুম্বাইয়ের এক স্টুডিওতে নিজ দায়িত্বে গানটিতে কণ্ঠ দিয়েছেন হরিহরণ। তাঁর অসাধারণ গায়কিতে আমি মুগ্ধ। গানটি নিয়ে অনেক সারপ্রাইজ আছে। এখনই সব বলতে চাচ্ছি না। ডিসেম্বরে গানটি মুম্বাইয়ের বড় একটি কম্পানি প্রকাশ করবে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...