ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

‘ড্রামা সার্কেল’ প্রতিষ্ঠা করলেন আকবর

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘ড্রামা সার্কেল’ প্রতিষ্ঠা করলেন আকবর

অর্ধশত বাণিজ্যিক ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর। তাঁর পরিচালনায় ‘চাকর’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ড্যান্সার’, ‘কুলি’, ‘শান্ত কেন মাস্তান’, ‘অন্ধ ভালোবাসা’, ‘কাজের মানুষ’, ‘ছোট্ট সংসার’সহ অনেক ছবি সুপারহিটের তকমা পেয়েছে। এবার ছবি পরিচালনার পাশাপাশি ‘ড্রামা সার্কেল’ নামের একটি নাট্যদল প্রতিষ্ঠা করেছেন আকবর। ২৭ মার্চ জয়পুরহাটে দলটির প্রথম নৃত্যগীতিনাট্য ‘স্বাধীনতা আমার মা’ মঞ্চস্থ হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। আকবরের পরিচালনায় গীতিনাট্যটিতে স্বাধীনতার মহত্ত্ব তুলে ধরা হয়েছে। আকবর বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল একটি নাট্যদল প্রতিষ্ঠা করার। এবার সেটা পূরণ হলো।
শুরুতে ৫০ জন সদস্য নির্বাচন করেছি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন সিকান্দার আলী ও সিরাজুল ইসলাম কিরণ। শিগগিরই সদস্যসংখ্যা ২০০ জনে উন্নীত করার কথা ভাবছি। শুধু জয়পুরহাট নয়, দলটি সারা দেশে নাটক মঞ্চায়ন করবে।
’ মনতাজুর রহমান আকবর পরিচালিত শেষ ছবি ছিল ‘দুলাভাই জিন্দাবাদ’। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেন ডিপজল, মৌসুমী, বাপ্পী ও বিদ্যা সিনহা মিম।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

সরজমিন

শেয়ার
সরজমিন
‘সরজমিন’ ছবির দৃশ্য

গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার সরজমিন। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।

ছবিটিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার, কাজল, ইব্রাহিম আলী খান, বোমান ইরানি প্রমুখ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

মুখোমুখি অ্যান প্যাচেট

শেয়ার
মুখোমুখি অ্যান প্যাচেট

বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।

মন্তব্য
টিভি হাইলাইটস

কাজিনস

শেয়ার
কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক কাজিনস। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।

অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ