kalerkantho


চাঁদপুরে আমি নেতা হবো

১৫ আগস্ট, ২০১৭ ০০:০০চাঁদপুরে আমি নেতা হবো

চাঁদপুরে চলছে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’র শুটিং। ১৩ আগস্ট ছবিটির একটি দৃশ্যে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটান ছবির পরিচালক উত্তম আকাশ। দৃশ্যটি ছিল—একটি সভায় হাজির হয়েছেন নেতা শাকিব। আর এত লোক তাঁর চেলাপেলা। তবে শুটিং করতে কোনো বেগ পেতে হয়নি বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘ছবির প্রযোজক সেলিম খান এখানকার ইউনিয়নের চেয়ারম্যান। তিনি অনেক জনপ্রিয়। আর এই লোকজন সব তাঁর দলীয় কর্মী। ফলে ধীরস্থিরভাবেই শুটিং শেষ করা গেছে।’ ‘আমি নেতা হবো’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিতে দীর্ঘ আট বছর পর ফের জুটি হিসেবে ফিরছেন শাকিব ও বিদ্যা সিনহা মিম। ছবিটি নভেম্বরে মুক্তি পাওয়ার কথা।মন্তব্য