ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

তারা হৃদয়হীন, নিষ্ঠুর

  • সেন্সর বোর্ডে যাওয়ার আগেই আটকে গেল ‘ডুব’। এনওসি (অনাপত্তিপত্র) দেওয়ার পর আবার প্রত্যাহার করে নেয় প্রিভিউ কমিটি। এ বিষয়ে ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা বলেছেন দাউদ হোসাইন রনি
notdefined
notdefined
শেয়ার

তারা হৃদয়হীন, নিষ্ঠুর

ছবি আটকে যাওয়ার খবর শোনার পর আপনার অনুভূতি কী?

 

আমি ভীষণ বিরক্ত। ১৫ ফেব্রুয়ারি অনাপত্তিপত্র দিল প্রিভিউ কমিটি, পরের দিনই কিভাবে সেটা প্রত্যাহার করে! এটা একটা নজিরবিহীন ঘটনা। আর ছবি ‘নিষিদ্ধ করেছে’ বলতে চাই না, এটা সাময়িক সমস্যা।

 

অনেকেই বলছে, ছবির প্রচারণার জন্যই নাকি এসব...

এ রকম নির্দয় মন্তব্য আর হয় না।

আমাকে ছুরিকাঘাত করে বলা হলো, আমি নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছি—নিষ্ঠুর একটা মন্তব্য। একজন ফিল্মমেকারের ছবি যখন আটকে যায়, তখন তার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয় সেটা অন্যরা বুঝবে না। যারা এ ধরনের কথা বলে তারা হৃদয়হীন, নিষ্ঠুর। মেহের আফরোজ শাওন বা সরকার কি আমার কথামতো চলবে?

 

এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কী?

তথ্যমন্ত্রীর কাছে যাব।

বিস্তারিত জানতে চাইব, তারপর চিঠি দিয়ে বলব, ‘সাসপেনশন’ প্রত্যাহার করা হোক। আমরা এখনো বিশ্বাস করি, সরকার বিষয়টা বুঝবে। নইলে তো আদালতের কাছেই যেতে হবে।

 

দেশের বাইরে ‘ডুব’ মুক্তি দিতে কোনো সমস্যা হবে কি?

একেবারেই না।

এটা যৌথ প্রযোজনার ছবি। যখন-তখন দেশের বাইরে মুক্তি দেওয়া সম্ভব। বাংলাদেশের আইন শুধু বাংলাদেশেই প্রযোজ্য। কিন্তু আমি তো বাংলাদেশের মানুষকেই ছবিটা আগে দেখাতে চাই।

 

‘ডুব-এ ইরফান খান’, ‘হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে ছবি’ এবং ‘সাসপেনশন’—এই ছবির সব সংবাদই কেন বাইরের দেশের মিডিয়ায় আগে যাচ্ছে? এর নেপথ্য কারণটা কি বলবেন?

‘আনন্দবাজার’কে আমি নিউজ দিইনি।

‘ভ্যারাইটি’ বা ‘হলিউড রিপোর্টার’ আমার ছবির ব্যাপারে আগ্রহী। ইরফান খানও একটা বিষয়। আর দেশের মিডিয়া এই অভিযোগ করতেই পারে না, কারণ কোনো সংবাদ দিলে তারা খুবই হেলাফেলা করে সেটা ছাপে। মাত্র দুই লাইনেই নিউজ করে অনেকে। আমি যেখানে প্রায়োরিটি পাব সেখানেই তো নিউজ দেব, নাকি?

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ