kalerkantho

অস্ট্রেলিয়ায় 'মৃত্যুপুরী'

রংবেরং প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ায় 'মৃত্যুপুরী'

অস্ট্রেলিয়ায় জায়েদ রিজওয়ানের 'মৃত্যুপুরী'র শুটিং হওয়ার কথা ছিল ডিসেম্বরে। কলাকুশলীদের বেশির ভাগই সে সময় ভিসা পাননি। তাই পেছাতে হয়েছে শুটিং। অবশেষে একে একে সবাই ভিসা পেলেন। বুধবার রাত ১টায় ঢাকা ছাড়ার আগে ছবির নায়িকা প্রসূন আজাদ বলেন, 'আমরা ভ্রমণ ভিসায় আবেদন করিনি, সে জন্যই ভিসা পেতে দেরি হয়েছে। আবেদন করেছি শিল্পী ভিসা ক্যাটাগরিতে। কারণ আমরা চেয়েছিলাম বলেকয়ে সেখানে শুটিং করতে। পরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়। দেরিতে হলেও ভিসা পেয়েছি, পুরো টিম খুশি।'

ছবির নায়ক আরেফিন শুভ আমেরিকা থেকে অস্ট্রেলিয়ায় 'মৃত্যুপুরী' টিমের সঙ্গে যোগ দিয়েছেন। ২৮ আগস্ট আমেরিকায় গিয়েছিলেন শুভ। সেখানে তাঁর 'ছুঁয়ে দিলে মন' মুক্তি পেয়েছিল। ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছেন তিনি।

 

মন্তব্য