প্রথমবারের মতো লন্ডনে শুটিং করতে যাচ্ছেন সিমলা। 'ত্রি ইললিগ্যাল' নামের ছবিটি পরিচালনা করবেন ইংল্যান্ডপ্রবাসী আমিনুল ইসলাম বাপ্পী। গত সপ্তাহে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিমলা। আগস্টের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এবার লন্ডন যাত্রা!
রংবেরং প্রতিবেদক

এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। গত পরশু ছবিটির জন্য স্থিরচিত্রও তুলেছেন এই অভিনেত্রী। সিমলা বলেন, 'ছবির গল্পে আমি বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী। বিয়ের পর এক সন্তানের মা হই।
সিমলা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফেরদৌস, শহিদুল ইসলাম সাচ্চু ও নিপুণ। সম্প্রতি সিমলা অভিনীত 'নিষিদ্ধ প্রেমের গল্প' ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
amazonprime ব্যালার্ড

বুধবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে আমেরিকান সিরিজ ‘ব্যালার্ড’। এটি দর্শকনন্দিত ‘বশ’ সিরিজের স্পিন-অফ। গল্পটা গোয়েন্দা রিনি ব্যালার্ডকে ঘিরে। লস অ্যাঞ্জেলস পুলিশের ‘কোল্ড কেস’ বিভাগের দায়িত্ব নেয় সে।

চলচ্চিত্র
ফুল অ্যান্ড ফাইনাল

অভিনয়ে শাকিব খান, ববি হক, অমিত হাসান। পরিচালনা মালেক আফসারী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : রোমিও পুলিশ অফিসার।

টিভি হাইলাইটস
ভালোবাসার আলো-আঁধার

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।
রিফ্রেম
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘রিফ্রেম’।

এক হলে এক শ পেল ‘অন্যদিন...’

আজ মুক্তি পেয়েছে কামার আহমেদ সাইমনের ‘অন্যদিন...’। প্রায় দুই বছর আটকে থাকার পর কিছুদিন আগে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত মাসে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার একটি মাত্র হলে একটি করে শো চলবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কামার আহমেদ সাইমনের মুখপাত্র সাঈফ আলম।