ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭

বড় পর্দায় সাব্বির

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
বড় পর্দায় সাব্বির

সাব্বির আহমেদের শুরুটা মঞ্চে। 'প্রাঙ্গণেমোর' থিয়েটারের হয়ে একটা সময় নিয়মিত অভিনয় করেছেন তাঁদের 'লোকনায়ক' ও 'শ্যামাপ্রেম' নাটকে। এরপর শুরু টেলিভিশন নাটকে অভিনয়। টিভি নাটকে ব্যস্ত থাকা এ অভিনেতার এবার অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়।

আসছে প্রথম চলচ্চিত্র। নাম 'হরিযূপীয়া'। ২৭ মার্চ মুক্তি পেতে যাওয়া এ ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন বীথি রানী সরকার। ছবিটি পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল।
এ প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, 'ছোট পর্দায় কাজের বাইরে বড় পর্দায় কাজের ইচ্ছাটা তো সব সময়ই ছিল। এটা সব অভিনেতারই থাকে। এ সুযোগটা করে দেন শিমুল ভাই। তাঁর কাছে আমি কৃতজ্ঞ।
এ ছবিতে সংলাপের পাশাপাশি এঙ্প্রেশন দিয়েও অনেক কাজ করতে হয়েছে। এখন দর্শকদের রেসপন্স দেখার জন্য অপেক্ষা করছি। আশা করছি, ছবির গল্প এবং আমার অভিনয় দর্শকরা পছন্দ করবেন।' নাটকের বাইরে বাংলালিংকের 'ঈদে বাড়ি যাবো', '৫০০ এসএমএস ফ্রি', '১০% ডিসকাউন্ট', 'সিটিসেল জুম আল্ট্রা', এসিআইয়ের 'ফান চানাচুর', প্রাণের 'মিস্টার ম্যাংগো' ইত্যাদি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া একই পরিচালকের 'কারণ তোমায় ভালোবাসি' নামে আরো একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন সাব্বির।
এরই মধ্যে শুরু হয়ে গেছে সেই ছবির কাজ।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর
শর্মিলী আহমেদ [১৯৪৭—২০২২]

আজ অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সংগীত পরিচালক আলম খানের প্রয়াণ দিবস। ২০২২ সালের ৮ জুলাই দুজনই না-ফেরার দেশে পাড়ি দেন।

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন সোমনুর মনির কোনাল ও আমিনুল ইসলাম। আমার কি হও তুমি শিরোনামের গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল।

সংগীত পরিচালনায় এস পুলক। ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

আবার বন্ধ হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। শুক্রবার থেকে বন্ধ রয়েছে হলটি।

কবে খুলবে সেটা বলতে পারেন না হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

উপ্পু কাপ্পুরাম্বু

শেয়ার
উপ্পু কাপ্পুরাম্বু
‘উপ্পু কাপ্পুরাম্বু’ ছবির একটি দৃশ্য

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তেলুগু কমেডি ছবি উপ্পু কাপ্পুরাম্বু। এক গ্রামে সমাধিস্থলের জায়গার সংকট দেখা দেয়। নতুন কাউকে সমাহিত করার জায়গা হচ্ছে না। এ সমস্যার সমাধান খুঁজতে থাকে গ্রামপ্রধান।

এ নিয়ে যত হাসির কাণ্ড। অভিনয়ে আছেন কীর্তি সুরেশ, সুহাস, অবিনাশ বর্মা, বাবু মোহন প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

বাদশা—দ্য ডন

শেয়ার
বাদশা—দ্য ডন
‘বাদশা—দ্য ডন’ ছবিতে জিৎ ও ফারিয়া

অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাশ। পরিচালক বাবা যাদব। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : লোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কত-কী হতে চায়।

কিন্তু কিশোর বাদশা হতে চায় ডন। পর্দার ডন ছবির অমিতাভ বচ্চন তার আদর্শ। বড় হয়ে ডন হওয়ার রাস্তা খুঁজে পায় সে। ইভ টিজারদের শায়েস্তা করতে তার জুড়ি মেলা ভার।
তরুণীরা তার প্রেমে পড়ে যায় সহজেই। কিন্তু বাদশা প্রেমে পড়ে শ্রিয়ার, তাকে পটাতে বাদশাকে যেতে হয় লন্ডন। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে বাদশার সম্পর্ক তখন আরো ঘোলাটে হয়ে ওঠে।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘বড় ভাই’ সিরিজের দৃশ্য

বড় ভাই

রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ কারদেসলারিম। বাংলায় নাম রাখা হয়েছে বড় ভাই। চার ভাই-বোনকাদির, ওমর, আসিয়ে ও এমেলের ঘটনাবহুল জীবনের গল্প নিয়ে সিরিজটি।

 

উইটনেস

আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে উইটনেস

আজ দেখানো হবে তথ্যচিত্র নট ইন মাই নেম। ইহুদি হয়েও গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বরাবরই সরব অ্যান্টনি লোয়েনস্টেইন। এ কারণে স্বদেশিদের অনেকে তাকে দেশদ্রোহী বলে। তাকে নিয়ে তথ্যচিত্রটি বানিয়েছেন ব্রিটা হগ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ