সাব্বির আহমেদের শুরুটা মঞ্চে। 'প্রাঙ্গণেমোর' থিয়েটারের হয়ে একটা সময় নিয়মিত অভিনয় করেছেন তাঁদের 'লোকনায়ক' ও 'শ্যামাপ্রেম' নাটকে। এরপর শুরু টেলিভিশন নাটকে অভিনয়। টিভি নাটকে ব্যস্ত থাকা এ অভিনেতার এবার অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়।
বড় পর্দায় সাব্বির
রংবেরং প্রতিবেদক

সম্পর্কিত খবর

আরো খবর

■ আজ অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সংগীত পরিচালক আলম খানের প্রয়াণ দিবস। ২০২২ সালের ৮ জুলাই দুজনই না-ফেরার দেশে পাড়ি দেন।
■ নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন সোমনুর মনির কোনাল ও আমিনুল ইসলাম। ‘আমার কি হও তুমি’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল।
■ আবার বন্ধ হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। শুক্রবার থেকে বন্ধ রয়েছে হলটি।

অন্তর্জাল
উপ্পু কাপ্পুরাম্বু

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তেলুগু কমেডি ছবি ‘উপ্পু কাপ্পুরাম্বু’। এক গ্রামে সমাধিস্থলের জায়গার সংকট দেখা দেয়। নতুন কাউকে সমাহিত করার জায়গা হচ্ছে না। এ সমস্যার সমাধান খুঁজতে থাকে গ্রামপ্রধান।

চলচ্চিত্র
বাদশা—দ্য ডন

অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাশ। পরিচালক বাবা যাদব। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : লোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কত-কী হতে চায়।

টিভি হাইলাইটস

বড় ভাই
রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ ‘কারদেসলারিম’। বাংলায় নাম রাখা হয়েছে ‘বড় ভাই’। চার ভাই-বোন—কাদির, ওমর, আসিয়ে ও এমেলের ঘটনাবহুল জীবনের গল্প নিয়ে সিরিজটি।
উইটনেস
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘উইটনেস’।