বাংলাদেশের স্বাস্থ্য খাত চীনের জন্য একটি সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।
নূরজাহান বেগম বলেন, ‘কভিড মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই আমদানি করেছে।