<p>দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অগ্রায়ণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠানে বিভাগের ৯ম, ১০ম ও ১১তম ব্যাচকে একত্রে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয় এবং ১৪তম, ১৫তম, ১৬তম ও ১৭তম ব্যাচকে বরণ করে নেওয়া হয়।  দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কবিতা, নাচ, গান, রম্য বিতর্ক, ফ্যাশন শো প্রভৃতি। এ ছাড়া অনুষ্ঠানে বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। </p> <p>গতকাল সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও গবেষণার উত্কৃষ্ট প্রতিষ্ঠান আখ্যায়িত করে উপাচার্য মাকসুদ কামাল বলেন, ‘এখানকার উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে জ্ঞানচর্চা ও সব সুযোগ-সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।’</p>