ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

আবৃত্তিসন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবৃত্তিসন্ধ্যা ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে একক আবৃত্তিসন্ধ্যায় হাসান আরিফ। ছবি : কালের কণ্ঠ

কবিতার শিল্পিত উচ্চারণে দেশের কথা বললেন বাচিকশিল্পী হাসান আরিফ। তাঁর ভরাট কণ্ঠের কবিতায় উঠে এলো মানুষের প্রতি ভালোবাসার কথা। দুই ঘণ্টার আবৃত্তিসন্ধ্যায় কবিতার আশ্রয়ে খুঁজে ফিরলেন তিনি হারিয়ে যাওয়া বন্ধুকে। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’ শীর্ষক এই একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।

বৃষ্টিঝরা সন্ধ্যায় বিশ্বমানব ও নিজের জন্য প্রার্থনা দিয়ে আবৃত্তি শুরু করেন হাসান আরিফ। রবীন্দ্র-রচনা থেকে পাঠ করে শেষ করেন এ প্রার্থনা পর্ব। এরপর ছিল ‘দেশ বন্দনা’। এ অধ্যায়ে শিল্পী পাঠ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নম নম বাংলাদেশ নম’, প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ ও হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’ শিরোনামের কবিতাগুলো।

এরপর ‘আত্মপরিচয়’ পর্বে শিল্পী নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া কিছু কবিতা পাঠ করেন। এগুলোর মধ্যে ছিল তারাপদ রায়ের ‘একেকটা দিন’ ও ‘কয়েকটা দিন’, মীর মাসরুর জামানের ‘সূচীপত্র’ এবং নির্মলেন্দু গুণের ‘কোন কোন দিন প্রিয় হয়ে উঠে’।

‘বাঙালি জাতির আত্মপরিচয়’ শিরোনাম পর্বের শুরুতেই পাঠ করেন কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’। এরপর পাঠ করেন কবিতা সিংহের ‘মুজিব ভাই’, সাধু উন্মেষ দাশের ‘ইয়াহিয়া খানের তাণ্ডব নৃত্য’, আনিসুল হকের ‘মানুষ জাতভেদ’, সোহেল আনোয়ারের ‘এখনও একাত্তর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এক গাঁয়ে’, কাজী নজরুলের ‘আমি হবো সকাল বেলার পাখি’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোন এক মাকে’, মুস্তাফা আনোয়ারের ‘বৈশাখে রুদ্র জামা’, শুভ দাসগুপ্তের ‘রাত বেড়েছে’।

নারী নির্যাতন বন্ধের দাবিতে শিল্পী পাঠ করেন ‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর বলা যায়’। ছোট্ট একটি পর্বে সাজানো ছিল ‘বসন্তে বন্ধু হারানোর বেদনা, আবার বসন্তে জেগে ওঠার কথা’। এতে সদ্য প্রয়াত লোকসংগীতশিল্পী বন্ধু কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে উৎসর্গ করে তিনি পাঠ করেন শ্রীজাতের লেখা দুটি কবিতা ‘মৃত্যু কেবল মিথ্যে হোক’ ও ‘জলের উপর পানি না পানির উপর জল’। শিমুল মোহাম্মদের ‘একাত্তরে তখন আমি অনেক ছোট’ কবিতাটি পাঠের মাধ্যমে পরিবেশনা শেষ করেন হাসান আরিফ।

দুই কীর্তিমান স্মরণে বন্ধু রহো রহো সাথে

বাংলার সাংস্কৃতিক আন্দোলনে তাঁদের ভূমিকাটি অবিস্মরণীয়।

একজন সুরের সাধনায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন মানবিক সমাজ। অন্যজন রং-তুলির আঁচড়ে বারবার এঁকেছেন বাংলাদেশকে। প্রথমজন হলেন সংগীতজ্ঞ ওয়াহিদুল হক। দ্বিতীয়জন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। দুজনেই জন্মেছিলেন অগ্নিঝরা এই মার্চ মাসে। আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন প্রতিষ্ঠায় রয়েছে তাঁদের অনবদ্য ভূমিকা। সাহিত্যের বাচিকচর্চার সংগঠনটির প্রাণপুরুষ হিসেবে পরিচিত এই দুই কীর্তিমান। জন্মদিনকে উপলক্ষ করে সংগঠনের পক্ষ থেকে স্মরণ করা হলো বরেণ্য ব্যক্তিত্বদ্বয়কে। গানের সুরে নিবেদন করা হলো শ্রদ্ধাঞ্জলি। কবিতার শিল্পিত উচ্চারণে জানানো হলো ভালোবাসা। আলোচনায় বলা হলো দুজনের কীর্তিময় জীবনের কথা। গতকাল সন্ধ্যায় ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ‘বন্ধু রহো রহো সাথে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উদীচীর গণসংগীত প্রতিযোগিতা

আগামী ২৮ মার্চ থেকে উদীচীর আয়োজনে শুরু হচ্ছে ‘অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্ব। শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্বে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নূর জাকিয়া প্রাপ্তি, আর দ্বিতীয় হয়েছে শেহের মাহমুদ স্মিতা, তৃতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস নাফিসা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে মায়েশা সুলতানা ঊর্বি, দ্বিতীয় স্থান অধিকার করেছে দুলারি ভট্টাচার্য সিঁথি ও তৃতীয় হয়েছে জয়শ্রী চৌধুরী বৃষ্টি। ‘গ’ বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন আনান বাউল। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন মো. হাবিবুর রহমান। তৃতীয় স্থান পেয়েছেন অন্তু সরকার। আর দলীয় অর্থাৎ ‘ঘ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের যোদ্ধা সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন। দ্বিতীয় স্থান পেয়েছে উদীচী ঢাকা মহানগর সংসদ এবং তৃতীয় স্থান পেয়েছে উদীচী মিরপুর শাখা। ২৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্ব্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে।

মন্তব্য

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

তিনি জানান, ওই মার্চে সরকারের প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন প্রতীকীভাবে বহন করবেন শহীদদের মা-বাবারা।

 

 

মন্তব্য

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

এ ছাড়া হীরার বিরুদ্ধে স্বামী আব্দুল বাতেন কর্তৃক ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কাজে সহায়তার অভিযোগ তদন্তাধীন।

মন্তব্য
সংক্ষিপ্ত

আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি চলাকালে বারকাত বলেন, জীবনে প্রথম এভাবে আদালতে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪২ বছর শিক্ষকতা করেছি। ঘটনাচক্রে জনতা ব্যাংকের চেয়ারম্যান হই। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালের যত কথা বলা হচ্ছে, লোনের বিষয়ে বলা হচ্ছে, আমি এ বিষয়ে কিছু জানি না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ