বাংলাদেশে জলবায়ুজনিত বাস্তুচ্যুতির ঘটনা বাড়ছে এবং এর ব্যবস্থাপনা ক্রমান্বয়ে সংকটজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় দেশের মোট ভূমির ১৭.৫ শতাংশ ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে এবং তিন কোটি ১৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য হতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত 'জলবায়ু উদ্বাস্তুদের অধিকার : প্রেক্ষিত জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা' শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনডিজিনাস পিপলস নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়ো-ডাইভার্সিটি (বিপনেট-সিসিবিডি), বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল ডেভেলপমেন্ট (সিএসআরএল), ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইক্যুইটিবিডি), ফোরাম ফর এনভায়রনমেন্টাল জার্নালিস্ট ইন বাংলাদেশ (এফইজেবি), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (পিআরডিআই) ও অক্সফাম।