<p> প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়া শতভাগ বৈধ এবং আইন ও সংবিধানসম্মত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান।</p> <p> জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত এ আহ্বান জানান। তিনি বলেন, মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে বিরোধী দল সমালোচনা করছে। এটা সংবিধানসম্মত হয়নি দাবি করে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এমনকি মন্ত্রীদের পতাকা ওড়ানো ও দাপ্তরিক কাজ করা সংবিধান লঙ্ঘন বলেও অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, বিরোধী দল বিরোধিতার খাতিরে এ ধরনের রাজনৈতিক উসকানি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।</p> <p> সংবিধানের নির্দেশনা অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে উল্লেখ করে সংবিধান প্রণয়ন কমিটির এ সদস্য বলেন, সংবিধানের ৫৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রীদের পদত্যাগের অনুরোধ করতে পারেন। প্রধানমন্ত্রী সেটাই করেছেন। আর মন্ত্রীরাও তাঁর অনুরোধ রক্ষা করেছেন। এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তিনি ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, না নিজের ড্রয়ারে রেখে দেবেন। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর তিনি ওই পদত্যাগপত্রে স্বাক্ষর করে গেজেট প্রকাশ করলে তবেই পদত্যাগপত্র কার্যকর হবে।</p> <p>  </p> <p>  </p>