<p> বাংলাদেশ ও চীন সরকারি ও বেসরকারি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে ছয়টি চুক্তি সই করেছে। এর মধ্যে তিনটি হচ্ছে সমঝোতা স্মারক (এমওইউ), দুটি সহযোগিতা চুক্তি এবং শিক্ষা, গণমাধ্যম ও বাণিজ্য খাতসংক্রান্ত একটি বিনিময় নোট।</p> <p> গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের সফররত উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান তংয়ের মধ্যে বৈঠক শেষে এসব চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান তং এসব চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।</p> <p> বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ সফল করার লক্ষ্যে বাংলাদেশের দ্রুত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোয় চীনের আরো সমর্থন ও সহায়তা কামনা করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে শেখ হাসিনা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।</p> <p> শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে প্রস্তাবিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) জন্য চট্টগ্রামের আনোয়ারায় ৭৭৪ একর জমির বরাদ্দ করেছে। একই এলাকায় চীনের একটি বেসরকারি কম্পানির ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য আরো ৫০৪ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ কৃষি খাতে যৌথ গবেষণা এবং প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে তরুণ বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানোসহ বাংলাদেশে গুরুত্বপূর্ণ গবেষণাগার স্থাপনের প্রস্তাব দিয়েছে।</p> <p> লিউ ইয়ান তং বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে চীন সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ১৯৫২ এবং ১৯৫৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীনের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি রচিত হয়।</p> <p> চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান তং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে ভবিষ্যতেও এ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীন এ বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদ্‌যাপন করবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে।</p> <p> চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার সংখ্যা বাড়িয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুবিধাজনক সময়ে তাঁর দেশ সফরে সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন।</p> <p> এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, চীনের শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন, উপমন্ত্রী টং গেং, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্রসচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।</p> <p> বৈঠকের পর দুই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতাসংক্রান্ত এমওইউতে সই করেন বাংলাদেশের শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান এবং চীনের শিক্ষামন্ত্রী ইউয়ান গুইরেন। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনের প্রেস ও পাবলিকেশন সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র খাতে সহযোগিতাসংক্রান্ত এমওইউতে সই করেন বাংলাদেশের তথ্যসচিব মর্তুজা আহমেদ এবং চীনের উপমন্ত্রী তং গেং। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির (বিএফএসইউ) মধ্যে ছাত্রছাত্রী, ফ্যাকাল্টি, স্কলার্স ও প্রশাসনিক স্টাফ বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষাসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় আরেকটি এমওইউ সই হয়। এই এমওইউতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিএফএসইউ প্রেসিডেন্ট পেং লং সই করেন।</p> <p> টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি ও চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটির (ডাব্লিউটিইউ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ডাব্লিউটিইউর আচার্য ওয়ে ইলিয়াং সই করেন।</p> <p> এদিকে বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং চীনের ডাব্লিউটিইউর মধ্যে ফ্যাশন ডিজাইনসংক্রান্ত জয়েন্ট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের লক্ষ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়েছে। বিজিএমইএ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক এবং ডাব্লিউটিইউর আচার্য ওয়ে ইলিয়াং চুক্তিতে সই করেন।</p> <p> বাংলাদেশ ও চীনের মধ্যে কনটেইনার পরিদর্শন সরঞ্জাম প্রকল্পসংক্রান্ত একটি বিনিময় নোটও সই হয়েছে। এতে বাংলাদেশের ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং সই করেন।</p> <p> চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান তং তিন দিনের সরকারি সফরে গতকাল বিকেলে ঢাকায় পৌঁছান। বিকেল ৫টা ১৫ মিনিটে চীনের উপপ্রধানমন্ত্রীকে বহনকারী চার্টার্ড বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁকে স্বাগত জানান।</p> <p> ঢাকা সফরকালে চীনের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। আগামীকাল মঙ্গলবার বিকেলে তিনি ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সূত্র : বাসস।</p> <p>  </p>