১। সামাজিক গবেষণার জন্য কোন ধাপ অতিক্রম করতে হবে?
ক) তথ্য সংগ্রহ
খ) তথ্যের শ্রেণিবিন্যাস
গ) তথ্য সংগ্রহ
ঘ) ওপরের সব কটি
২। সামাজিক অসমতা উৎপত্তি লাভ করে—
ক) প্রাকৃতিক উপাদানের ভিত্তিতে
খ) সামাজিক উপাদানের ভিত্তিতে
গ) রাজনৈতিক উপাদানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৩। কেউ ইচ্ছা করলেই জাতি-বর্ণের সদস্য পদ ত্যাগ করতে পারে না।
এর যৌক্তিক কারণ হিসেবে বলা যায়—
ক) ধর্মীয় বিশ্বাস
খ) উত্তরাধিকার সূত্র
গ) সামাজিক সংহতি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৪। ধর্ম বিশ্বাসের আলোচনায় আত্মা বা প্রেতাত্মার প্রসঙ্গ কে এনেছেন?
ক) ই বি টেইলর
খ) ফ্রেজার
গ) ডুর্খেইম
ঘ) কার্ল মার্ক্স
৫। রাষ্ট্র হলো একটি—
ক) অর্থনৈতিক সংগঠন
খ) ধর্মীয় সংগঠন
গ) রাজনৈতিক সংগঠন
ঘ) সরকারি সংগঠন
৬। সামাজিক বিচ্যুতি আইনে নিষিদ্ধ নয়।
অথচ সমাজ কর্তৃক—
ক) স্বীকৃত খ) অনাকাঙ্ক্ষিত
গ) অসমর্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৭। সমাজবিজ্ঞানে মার্টনের একটি অন্যতম অবদান হলো—
ক) অপরাধসংক্রান্ত তত্ত্ব
খ) বিচ্যুত আচরণের তত্ত্ব
গ) নৈরাজ্যের তত্ত্ব
ঘ) সামাজিক অস্থিরতার তত্ত্ব
৮। জৈবিক দৃষ্টিভঙ্গিতে অপরাধের কারণ ব্যাখ্যা করেছে কে?
ক) মাদারল্যান্ড খ) গিলিন
গ) মার্টন
ঘ) লমব্রোসো
৯। ভদ্রবেশী অপরাধ কোনটি?
ক) ঘুষ খ) ছিনতাই
গ) চুরি ঘ) ডাকাতি
১০।
‘ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিস্থল’—উক্তিটি কার?
ক) প্যারেটো খ) হব হাউজ
গ) রজার্স ঘ) মার্ক্স
১১। কোনটি সর্বদা পরিবর্তনশীল?
ক) ব্যক্তি খ) সমাজ
গ) রাষ্ট্র ঘ) সম্প্রদায়
১২। সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনকে কী বলে?
ক) বিবর্তন খ) প্রগতি
গ) উন্নয়ন ঘ) পরিবর্তন
১৩। সামাজিকীকরণ বলতে বোঝায়—
ক) সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠা
খ) একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠা
গ) যথাযথ ধর্মীয় মূল্যবোধ নিয়ে গড়ে ওঠা
ঘ) দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠা
১৪। শিশুর সামাজিকীকরণ কয়টি স্তরের মধ্য দিয়ে ঘটে—
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
১৫।
শিশু তার খেলার সাথিদের সঙ্গে মেলামেশার কারণে—
ক) নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করে
খ) স্বাবলম্বী হতে শেখে
গ) মুক্তবুদ্ধিসম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৬। ‘বিশ্বায়ন’ শব্দের ইংরেজি কী?
ক) International
খ) Worldwide
গ) Globalvillage
ঘ) Globalization
১৭। গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান উপাদান কোনটি?
ক) ভূমি খ) শিক্ষা
গ) বংশ মর্যাদা ঘ) পেশা
১৮। গ্রাম সম্প্রদায়কে মুখ্য গোষ্ঠী হিসেবে বিবেচনা করেন কে?
ক) লোমিস খ) কুলি
গ) ম্যান্ডারসন ঘ) কিংসন ডেভিস
১৯। স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম সোপান কোনটি?
ক) ইউনিয়ন পরিষদ খ) পৌরসভা
গ) সিটি করপোরেশন
ঘ) উপজেলা পরিষদ
২০। ‘Marriage and Morals’ বইটি কার লেখা?
ক) বটোমোর খ) ম্যাকাইভার
গ) বার্ট্রান্ড রাসেল ঘ) ওয়েস্টার মার্ক
২১। বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে বাংলাদেশে দেখা যায়—
ক) পিতৃবাস পরিবার
খ) মাতৃবাস পরিবার
গ) নয়াবাস পরিবার
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২২। মর্গানের মতে, জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
২৩। কলেজের পিয়ন মামা কোন ধরনের জ্ঞাতি?
ক) কাল্পনিক খ) জৈবিক
গ) প্রথাগত ঘ) শ্রেণিমূলক
২৪। সমাজের মৌল কাঠামো কোনটি?
ক) উৎপাদনব্যবস্থা খ) বণ্টনব্যবস্থা
গ) বিনিয়োগব্যবস্থা ঘ) ভোগব্যবস্থা
২৫। কোথায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সূচনা ঘটে?
ক) আমেরিকায় খ) এশিয়ায়
গ) আফ্রিকায় ঘ) ইউরোপে
২৬। জেন্ডারে বৈষম্যের প্রভাবে সমাজে—
ক) নারী নির্যাতন বৃদ্ধি পায়
খ) মানবাধিকার লঙ্ঘিত হয়
গ) সামাজিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২৭। সামাজিক পরিবর্তন বলতে কোন কাঠামোর পরিবর্তনকে বোঝায়?
ক) পারিবারিক কাঠামো
খ) অর্থনৈতিক কাঠামো
গ) সামাজিক কাঠামো
ঘ) রাষ্ট্রীয় কাঠামো
২৮। নিচের কোনটি সরকারি সংস্থা?
ক) ব্র্যাক খ) বার্ড
গ) আশা ঘ) প্রশিকা
২৯। বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় কোনটি?
ক) বিবর্তন খ) প্রগতি
গ) উন্নয়ন ঘ) পরিবর্তন
৩০। সরোরেট বিয়ে হলো—
ক) মৃত স্ত্রীর বড় বোনকে বিয়ে
খ) মৃত স্ত্রীর ছোট বোনকে বিয়ে
গ) মৃত স্ত্রীর খালাতো বোনকে বিয়ে
ঘ) মৃত স্ত্রীর চাচাতো বোনকে বিয়ে
উত্তর মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. গ ২৯. গ ৩০. খ।