<p>গদ্য : ভাব ও কাজ</p> <p>কাজী নজরুল ইসলাম</p> <p> </p> <p>            উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :</p> <p>            জুয়েল অষ্টম শ্রেণিতে পড়ে। সে ক্লাসে সব সময় চুপচাপ থাকে। দেখলে মনে হয় কী যেন চিন্তা করছে। ক্লাসের পড়াও ঠিকমতো শেখে না। কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে।</p> <p>১।        ‘ভাব ও কাজ’ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে—           </p> <p>            (ক) পুষ্পহীন সৌরভ                     </p> <p>            (খ) সৌরভহীন পুষ্প   </p> <p>            (গ) বদ খেয়াল     </p> <p>            (ঘ) লা-পরওয়া </p> <p>২।        ‘ভাব ও কাজ’ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত—</p> <p>            i) ভাব ও কাজের সমন্বয় করা  </p> <p>            ii) ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা </p> <p>            iii) বাস্তবধর্মী কাজে তত্পর হওয়া </p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            (ক) i ও ii          </p> <p>            (খ) i ও iii         </p> <p>            (গ) ii ও iii        </p> <p>            (ঘ) i, ii ও iii</p> <p>৩।        ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ইংরেজি ‘Spirit’  শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?</p> <p>            (ক) উদ্দীপনা       (খ) উৎসাহ  </p> <p>             (গ) শক্তি           (ঘ) আত্মার শক্তির পবিত্রতা </p> <p>৪।        ‘কর্মীর অভাবে’ শব্দটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?</p> <p>            (ক) ত্যাগীদের    </p> <p>            (খ) সত্য সাধকদের </p> <p>            (গ) তথাকথিত কর্মীদের    </p> <p>            (ঘ) ছাত্রদলকে </p> <p>৫।        ‘তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না’—কারা?</p> <p>            (ক) ত্যাগী         </p> <p>            (খ) ভোগী</p> <p>            (গ) তথাকথিত কর্মী                     </p> <p>            (ঘ) মুখোশ পরা ত্যাগী মহাপুরুষরা</p> <p>৬।        ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কাদেরকে ‘বেচারা’ বলা হয়েছে?</p> <p>            (ক) ছাত্রদল       </p> <p>            (খ) দেশকর্মী</p> <p>            (গ) মুখোশ পরা ত্যাগী                 </p> <p>            (ঘ) লেখক সম্প্রদায়কে</p> <p>৭।        ব্যক্তির, দেশের ও মনুষ্যত্বের পতন ঠেকাতে হলে কী করতে হবে?</p> <p>            i) ভাবের দাস হতে হবে    </p> <p>            ii) ভাবকে দাস করতে হবে</p> <p>            iii) কর্মকে হারাতে হবে</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            (ক) i    </p> <p>            (খ) ii     </p> <p>            (গ) iii  </p> <p>            (ঘ) i ও iii</p> <p>৮।        সত্যিকার কর্মীদের বিরুদ্ধে কারা বিষিয়ে ওঠে? </p> <p>            (ক) পুয়াল চাপাপড়া লোক  </p> <p>            (খ) দেশ কর্মীরা </p> <p>            (গ) মুখোশ পরা ত্যাগী মহাপুরুষরা</p> <p>            (ঘ) জনসাধারণ</p> <p>৯।        ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’—প্রবাদটি নিচের কোন বাক্যটিকে সমর্থন করে?</p> <p>            (ক) কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে </p> <p>            (খ) কার্যেও সম্ভাবনা-অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না</p> <p>            (গ) নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো </p> <p>            (ঘ) আমরা বলিব, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। </p> <p>১০। কোনটি ‘হুজুগ’ শব্দের অর্থ নয়?</p> <p>            (ক) উসকানি      </p> <p>            (খ) সাময়িক আন্দোলন</p> <p>            (গ) গুজব          </p> <p>            (ঘ) উৎসাহ</p> <p>১১।      কোনটি নজরুলের প্রবন্ধ গ্রন্থ?</p> <p>            (ক) রুদ্র মঙ্গল    </p> <p>            (খ) মৃত্যু ক্ষুধা</p> <p>            (গ) চক্রবাক       </p> <p>            (ঘ) শিউলি মালা</p> <p>১২।      কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?</p> <p>            (ক) ১৩০৪ সালে </p> <p>            (খ) ১৩০৫ সালে</p> <p>            (গ)১৩০৬ সালে  </p> <p>            (ঘ) ১৩০৯ সালে</p> <p>১৩।      ‘ভাব ও কাজ’ প্রবন্ধটি পড়ে শিক্ষার্থীরা কী শিখবে?</p> <p>            i) মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে</p> <p>            ii) শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেলিত হবে </p> <p>            iii) ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে</p> <p>            নিচের কোনটি সঠিক?</p> <p>            (ক) i ও ii          </p> <p>            (খ) i ও iii         </p> <p>            (গ) ii ও iii        </p> <p>            (ঘ) i, ii ও iii</p> <p>            উত্তর : ১. ক ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ</p> <p>            ৭. খ  ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ।</p>