তবু কোনো কোনো রাতে গুলিবিনিময় হয়। কোথা থেকে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি-আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না।
(ক) ড. আফাজের মতে পাকিস্তানের শরীরের কাঁটা কী?
(খ) মিলিটারি আসার পর থেকে এই নিয়ে নুরুল হুদা চারবার বাড়ি বদলালেন কেন?
(গ) উদ্দীপকের শেষাংশের বক্তব্য ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের মূলভাব কতটা প্রতিফলিত হয়েছে মূল্যায়ন করো।
৩। গ্রামের কুমোরপাড়ার এখন বেহাল দশা। তাঁতিরাও দিন আনে দিন খায়। বাঁশ-বেতের শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র বাজার দখল করায় পাটজাতপণ্য আগের মতো নেই। শুধু পাট নয়, আমাদের দেশি পণ্য আর আগের মতো পাওয়া যায় না। এক শ্রেণির মানুষ ধন-সম্পদের মালিক হলেও, দেশের অনেক মানুষ বিশেষত চাষিরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।
(ক) ‘কৌপীন’ শব্দের অর্থ কী?
(খ) ‘একটি চাউল পরীক্ষা করলেই হাঁড়িভর্তি ভাতের অবস্থা জানা যায়’—ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকের পেশাজীবী শ্রেণির সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের পেশাজীবীদের সাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকটিতে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের মূল ভাব কতটা প্রতিফলিত হয়েছে—বিশ্লেষণ করো।
৪। সমাজে যারা দুর্বল, যারা সাধারণ মানুষ, তাদের নানা প্রকার প্রতিকূলতা সহ্য করতে হয়। অন্যায়কারী দুর্বলের ওপর নানাভাবে অত্যাচার, নির্যাতন চালায়। দুর্বলরা তা মাথা পেতে নেয়, সহ্য করে। কিন্তু যেদিন দুর্বল খেপে যায়, সেদিন অসুরের শক্তি ভর করে তার শরীরের ওপর। অর্থাৎ দুর্বল খেপে গেলে দুর্বার সাহসী হয়ে ওঠে।
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কী?
(খ) মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে প্রস্তুত থাকে কেন?
(গ) উদ্দীপকে যাদের দুর্বল বলা হয়েছে, তাদের সঙ্গে মাসি-পিসির সাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) ‘দুর্বল ক্ষেপে গেলে দুর্বার সাহসী হয়ে ওঠে’—উক্তিটি উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে বিশ্লেষণ করো।
খ-বিভাগ : পদ্য
৫। আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যাহারা অঙ্গে লাগাইল ধূলি।
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান
তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
(ক) কবি কী কুড়িয়ে আনেন?
(খ) ‘এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের’—কথাটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকের শ্রমিক শ্রেণির সঙ্গে ‘ঐকতান’ কবিতার শ্রমজীবী মানুষের সাদৃশ্য-বৈসাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকে ‘ঐকতান’ কবিতার মূল ভাব কিভাবে প্রকাশ পেয়েছে বিশ্লেষণ করো।
৬। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। চারদিকে সবুজের সমারোহ। নদীমাতৃক এ দেশের বুক চিরে প্রবাহিত হয়েছে অসংখ্য ছোট-বড় নদী। গ্রামের মেঠোপথের দুই পাশে সারি সারি হিজল, তমাল, কৃষ্ণচূড়া, পলাশ, আম, বট প্রভৃতি বৃক্ষের সমারোহ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। পৃথিবীর কোথাও এমন সুন্দর দেশ খুঁজে পাওয়া যাবে না। মনে হয় এ যেন এক স্বর্গরাজ্য।
(ক) সন্ধ্যার বাতাসে সুদর্শন কোথায় উড়ে যায়?
(খ) ‘সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল’— বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকের নদী ও বৃক্ষের সঙ্গে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার নদী-বৃক্ষের সাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার মূলভাব কতটা প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করো।
৭। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট,
ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে
ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে।
হাওয়ায় হাওয়ায় উড়ে, ঘোরে হাতে হাতে,
মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট।
বিষম দামাল দিনগুলি ফিরে আসে বারবার,
বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম।
(ক) কারা ঘাতকের আস্তানায় রাত্রি-দিন ভূলুণ্ঠিত হচ্ছে?
(খ) ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং’—কেন?
(গ) উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টিকে নির্দেশ করে নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূল ভাব কতটা প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করো।
গ-বিভাগ : উপন্যাস
৮। সেলিম বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেছে। এখন সে গ্রামের দরিদ্র, অসহায় মানুষের সেবা করতে চায়। তাই সে সিদ্ধান্ত নেয় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার, যেখানে গ্রামের মানুষ শিক্ষালাভের সুযোগ পাবে। তার এই মহৎ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানায়। কিন্তু মোড়ল জমির শেখ এর তীব্র বিরোধিতা করে। সে স্কুলের পরিবর্তে গ্রামে একটি পাকা মসজিদ তৈরি করার প্রস্তাব করে।
(ক) মহব্বতনগরে কে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল?
(খ) মজিদ গ্রামে স্কুল নির্মাণে বাধা দিয়েছিল কেন?
(গ) উদ্দীপকের সেলিম চরিত্রের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল আছে—ব্যাখ্যা করো।
(ঘ) ‘উদ্দীপকের জমির শেখ ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ যেন একই সূত্রে গাঁথা’—বিশ্লেষণ করো।
৯। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে গুলিস্তান এলাকায় গোলাপশাহ মাজার অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ এই মাজারে টাকা-পয়সা দান করে। মাজারের খাদেম করিম শেখ সেই অর্থ ভোগ করে। মাজারের অর্থ দিয়ে সে আজ ঢাকা শহরে একাধিক বাড়ি-গাড়ির মালিক। অথচ গোলাপশাহ্ কে? কী তার পরিচয়? এসব বিষয় জিজ্ঞেস করলে তার কাছে কোনো সদুত্তর পাওয়া যায় না। শহুরে সমাজে এখন তার বেশ প্রভাব।
(ক) ‘লালসালু’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
(খ) মহব্বতনগরের লোকদের মজিদ জাহেল, বে-এলেম, আনপাড়া বলে কেন? ২
(গ) উদ্দীপকের করিম শেখ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে—আলোচনা করো।
(ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের যে বিষয়টি প্রস্ফুটিত হয়েছে, তা তোমার মতো করে বিশ্লেষণ করো।
ঘ-বিভাগ : নাটক
১০। যত দিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান,
তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
(ক) নবাব সিরাজউদ্দৌলা কোন স্থানে আটক হন?
(খ) ‘আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব’—উক্তিটি কে, কেন করেছে?
(গ) উদ্দীপকের শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের সঙ্গে সিরাজউদ্দৌলার দেশপ্রেমের সাদৃশ্য নির্ণয় করো।
(ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মূল ভাব কতটা প্রতিফলিত হয়েছে, বিশ্লেষণ করো।
১১। সম্রাট আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। পণ্ডিত এ কবি সব বিষয়ে সম্রাটকে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। একবার পারস্যরাজ আবুল ফজলকে পরামর্শ দিয়েছিল যে যদি সে ভারতবর্ষের গোপনীয় তথ্য পারস্যে পাচার করে, তাহলে তাকে অনেক ধনসম্পদ দেওয়া হবে। আবুল ফজল এ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, তিনি আমৃত্যু সম্রাটের হয়ে কাজ করে যাবেন।
(ক) কম্পানির ঘুষখোর ডাক্তার কে?
(খ) ‘ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের আবুল ফজলের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মীর জাফরের অমিল কোথায়—ব্যাখ্যা করো।
(ঘ) ‘উদ্দীপকের আবুল ফজলের মতো মানুষ নবাব সিরাজউদ্দৌলার দরবারেও ছিল’—কথাটি উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকের আলোকে বিশ্লেষণ করো।
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
[প্রতিটি প্রশ্নের মান ১। সব প্রশ্নের উত্তর দিতে হবে।]
১. ‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মত্স্য, মাংস সবই তোমরা খাইবে’—এখানে ‘তোমরা’ কারা?
(ক) বিড়ালরা (খ) মানুষরা
(গ) অধার্মিকরা (ঘ) চোরেরা
২. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না যাচাইয়ের মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
(ক) চতুরতা
(খ) সচেতনতা
(গ) হীনম্মন্যতা
(ঘ) দায়িত্বপরায়ণতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা—
৩. উদ্দীপকের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন উক্তিটির সাদৃশ্য আছে?
(ক) ধান্য তার বসুন্ধরা যার
(খ) চাষাই সমাজের মেরুদণ্ড
(গ) চাষার দরিদ্রতা
(ঘ) ধানভানতে শিবের গীত
৪. উদ্দীপক ও ‘চাষার দুক্ষু’ উভয় স্থানে কী ফুটে উঠেছে?
(ক) চাষার দুঃখ
(খ) চাষার বেদনা
(গ) চাষার অবদান
(ঘ) চাষার হতাশা
৫. ‘আহ্বান’ গল্পে ‘আমার কী মরণ আছে রে বাবা’—এ কথার মধ্যে প্রকাশ পায়—
(i) বৃদ্ধার মৃত্যুর ইচ্ছা
(ii) বৃদ্ধার মনের হতাশা
(iii) বৃদ্ধার নিয়তিনির্ভরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যাঙ্গনে মূলত কোন পরিচয়ে বেশি পরিচিত ছিলেন?
(ক) প্রাবন্ধিক (খ) ঔপন্যাসিক
(গ) গীতিকার (ঘ) কবি
৭. মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী?
(ক) স্থিরতা ও মৌনতা
(খ) সার্থকতা ও সজীবতা
(গ) গতি ও প্রকৃতি
(ঘ) গতি ও বিকাশ
৮. মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে যে কারণে—
(i) আত্মরক্ষার্থে
(ii) প্রতিরোধ করতে
(iii) বংশ রক্ষার্থে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’—কার বয়স?
(ক) রাসেলের (খ) হাসিনার
(গ) রেহানার (ঘ) কামালের
১০. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন—
(i) স্যার হ্যানস স্ন্নোন
(ii) স্যার রবার্ট কটন
(iii) রবার্ট হার্লি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১. ‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) আনিসু্জ্জামান
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
১২. ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পের নাম কী?
(ক) La Parure (খ) The Chain
(গ) La Luvre (ঘ) La Villa
১৩. ‘নাহি শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে এ কথা’—কোন কথা?
(ক) বিভীষণের কপটতার কথা
(খ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশের কথা
(গ) বিভীষণের লক্ষ্মণকে সহায়তার কথা
(ঘ) নিরস্ত্র মেঘনাদের কাছে লক্ষ্মণের যুদ্ধ প্রার্থনা
১৪. ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত (ঘ) অমিত্রাক্ষর
১৫. কবি সাম্যের গান গেয়েছেন কেন?
(ক) স্বাধীনতা লাভের জন্য
(খ) শান্তি প্রতিষ্ঠার জন্য
(গ) সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করতে
(ঘ) মানুষে মানুষে ভেদ দূর করতে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আমার মনপাখিটা যায় রে উড়ে যায়
ধান শালিকের গাঁয়
নাটাবনের চোরা কাঁটা ডেকেছে আমায়।
১৬. অনুচ্ছেদটির মূল ভাবের সঙ্গে তোমার পঠিত ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
(ক) উপমা প্রয়োগে
(খ) পাখপাখালির বর্ণনায়
(গ) ভালোবাসা প্রকাশে
(ঘ) প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনায়
১৭. উদ্ধৃতাংশ এবং ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার সাদৃশ্যের কারণ হলো—
(i) নিসর্গপ্রীতি
(ii) দেশপ্রেম
(iii) উপমা ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৮. ‘বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?’ —চরণটিতে কিসের ছায়াপাত ঘটেছে?
(ক) কবির ভাবনা
(খ) কবির উদাসীনতা
(গ) কবির আকুলতা
(ঘ) কবির উচ্ছ্বাস
১৯. ‘সেই অস্ত্র’ কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) রাত্রিশেষ
(খ) ছায়াহরিণ
(গ) বিদীর্ণ দর্পণে মুখ (ঘ) মেঘ বলে চৈত্রে যাব
২০. আঠারো বছর বয়সকে কবি ভয়ংকর বলেছেন, কারণ—
(i) প্রাণে অসহ্য যন্ত্রণা বিরাজ করে
(ii) কানে আসে নানা কুমন্ত্রণা
(iii) বোধশক্তি কম থাকে বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘কমলবন’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) পদ্মফুলের বাগান
(খ) মনোহর বাগান
(গ) আনন্দময় জগৎ
(ঘ) সুন্দর ও কল্যাণের জগৎ
২২. লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী, তাকে কী বলে?
(ক) কিংবদন্তি
(খ) লোককথা
(গ) বাগধারা
(ঘ) প্রবাদ-প্রবচন
২৩. ‘নুরলদীনের সারা জীবন’ কী ধরনের গ্রন্থ?
(ক) কাব্যগ্রন্থ (খ) কাব্যনাটক
(গ) গল্পগ্রন্থ (ঘ) উপন্যাস
২৪. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চেতনা কী রঙের সত্যিকার পাখি?
(ক) লাল (খ) শাদা
(গ) হলুদ (ঘ) সবুজ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গ্রামের মানুষের সুচিকিৎসার কথা বিবেচনা করে বিলেত ফেরত যুবক স্বপন গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সবার সঙ্গে যোগাযোগ শুরু করে। এদিকে গ্রামের হাতুড়ে ডাক্তারদের বাধার মুখে শেষ পর্যন্ত স্বপনের হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন মুখ থুবড়ে পড়ে।
২৫. উদ্দীপকের স্বপন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?
(ক) মজিদ
(খ) খালেক ব্যাপারী
(গ) আক্কাস
(ঘ) আওয়ালপুরের পীর
২৬. উদ্দীপকে প্রকাশিত হয়েছে ‘লালসালু’ উপন্যাসের—
(ক) কুসংস্কার (খ) প্রাচুর্যতা
(গ) স্বার্থান্ধতা (ঘ) নগরায়ণ
২৭. ‘কলমা জানো মিঞা?’—মজিদ কাকে এ প্রশ্ন করে?
(ক) দুদু মিঞা
(খ) মোদাব্বের
(গ) তাহেরের বাপ
(ঘ) খালেক ব্যাপারী
২৮. ‘যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা’—এই সংলাপটি কার?
(ক) ওয়াটসের (খ) ক্লেটনের
(গ) ক্লাইভের (ঘ) হলওয়েলের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
উত্তরিলা বিভীষণ, ‘বৃথা এ সাধনা,
ধীমান, রাঘব দাস আমি; কী প্রকারে
তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধে?’
২৯. উদ্দীপকের ‘রাঘব দাস’ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) মীর জাফর
(খ) মীর মর্দন
(গ) মোহনলাল
(ঘ) রাইসুল জুহালা
৩০. উদ্দীপকের মূল ভাবের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) স্বার্থপরতা
(খ) আত্মরক্ষা
(গ) বিশ্বাসঘাতকতা
(ঘ) মনোবেদনা
উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. গ
৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. ঘ
১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. খ
১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ
১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ক
২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ
২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. গ।