১। জনগণকে মানবসম্পদে পরিণত করতে হলে প্রথমেই কী নিশ্চিত করতে হবে?
ক. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
খ. মাধ্যমিক শিক্ষা
গ. উচ্চতর শিক্ষা
ঘ. কারিগরি শিক্ষা
নিচের ছকটি লক্ষ করো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২। উদ্দীপকে যে বিভাগটি ইঙ্গিত করা হয়েছে তার নাম—
ক. প্রশাসন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. শিক্ষা বিভাগ
ঘ. অর্থ বিভাগ
৩। উক্ত বিভাগের কাজ
i. দেশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা
ii. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা প্রতিরক্ষার জন্য কাজ করা
iii. দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪।
আজাদ সাহেবের এলাকায় যে স্থানীয় সরকার আছে তার নির্বাচিত প্রতিনিধি সংখ্যা ১৩। উক্ত স্থানীয় সরকারের নাম—
ক. ইউনিয়ন পরিষদ খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ ঘ. পৌরসভা
৫। কত সালে বাংলাদেশ ওআইসির সদস্য পদ পায়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে
৬। ময়মনসিংহ জাদুঘর বাংলাদেশ সরকারের যে বিভাগ পরিচালনা করে—
ক. স্থাপত্য বিভাগ খ. শিল্প সাহিত্য বিভাগ
গ. গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ
৭।
কোন গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে?
ক. বটগাছ খ. কলাগাছ
গ. আমগাছ ঘ. শিরীষগাছ
৮। সেনরা কোথা থেকে এসেছিল?
ক. উত্তর ভারত খ. দক্ষিণ ভারত
গ. তুরস্ক ঘ. আফগানিস্তান
৯। দেশের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জনশক্তিতে পরিণত করা যায়—
i) শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে
ii) স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
iii) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। বাংলাদেশের সরকারের বৈশিষ্ট্য—
ক. একজন শাসক খ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
গ. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ঘ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
১১।
এলাচি, মলমল, সুসিজ—এগুলো কিসের নাম?
ক. মসলার খ. কাপড়ের
গ. খাবারের ঘ. তাঁতশিল্পের
১২। কোনো কারণে সংসদ ভেঙে গেলে কত দিনের মধ্যে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে?
ক. ৩০ দিন ঘ. ৬০ দিন
গ. ৯০ দিন ঘ. ১২০ দিন
১৩। বাংলাদেশে সর্বপ্রথম কত সালে কাগজের কল স্থাপিত হয়?
ক. ১৯৫১ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৪০ সালে
নিচের তথ্যটি খেয়াল করো এবং ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পরিবার → আদাম → ? → চাকমা সার্কেল
১৪। ওপরের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী হবে?
ক. কায়েত খ. পাড়া
গ. মৌজা ঘ. রাজ্য
১৫। কিশোর অপরাধের গুরুত্বপূর্ণ কারণ—
ক. মূল্যবোধের অভাব খ. শিক্ষার অভাব
গ. স্নেহের অভাব ঘ. দরিদ্রতা
১৬।
জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হিসেবে বিয়ের ক্ষেত্রে কোনটির ওপর জোর দেওয়া হয়েছে?
ক. কাবিননামার খ. বয়সের
গ. বিয়ে রেজিস্ট্রেশনের ঘ. যৌতুকের
১৭। জনসংখ্যা সমস্যা মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য ব্যবহার করে—
i) পরিবার-পরিকল্পনা বিষয়ে সাময়িকী
ii) পোস্টার
iii) নিউজলেটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
ক. ii ও iii ক. i, ii ও iii
১৮। পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে—
ক. ফেসবুক খ. ই-মেইল
গ. টেলিভিশন ঘ. ডাক ব্যবস্থা
উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ
৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ
১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ