kalerkantho


বহু নির্বাচনী প্রশ্ন

দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা   

২০ মার্চ, ২০১৬ ০০:০০১।   ব্যবসায়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে শুধুমাত্র  ‘ঘটনা’ ধরা হয়?

     ক. পণ্য বিক্রয়

     খ. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান

     গ. ধারে ক্রয়

     ঘ. পণ্য ফেরত আসল

২।   A = L+E সমীকরণের ঊ উপাদানটি কী নির্দেশ করে?

     ক. সম্পদ   

     খ. মালিকানাস্বত্ব

     গ. দায়    

     ঘ. আয়

৩।   ব্যবসায়প্রতিষ্ঠানে নিচের কোন ঘটনাটি লেনদেনের উৎস?

     ক. বেতন প্রদান    

     খ. কর্মী নিয়োগ

     গ. কর্মী ছাঁটাই

     ঘ. ডেবিট নোট

৪।   পণ্য উত্তোলন করলে হিসাব সমীকরণে—

     i. E উপাদান বৃদ্ধি পাবে

     ii. খ উপাদান বৃদ্ধি পাবে

     iii. খ উপাদান হ্রাস পাবে

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii         খ. i, iii

     গ. ii, iii       ঘ. i, ii ও iii

৫।   অদৃশ্য অনার্থিক ঘটনাকে কী বলে?

     ক. লেনদেন

     খ. লেনদেনের উৎস

     গ. অবচয়       ঘ. ঘটনা

৬।   হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?

     ক. A=L+(C+R+E-D)

     খ. A=L+(C+R-E-D)

     গ. A=L+(E-C+D-R)

     ঘ. A+E-D=L+C+R

৭।   ঘটনা কত প্রকার?

     ক. দুই      খ. তিন

     গ. চার      ঘ. পাঁচ

৮।   প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত?

     ক. ১টি      খ. ২টি

     গ. ৩টি      ঘ. ৪টি

৯।   লেনদেনকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়?

     ক. হিসাব সমীকরণ  

     খ. হিসাব চক্র

     গ. হিসাব খাত     

     ঘ. টাকার

১০।  ব্যবসায়প্রতিষ্ঠানে যেসব ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে লেনদেনের—

     ক. উৎস দলিল

     খ. উৎস

     গ. প্রমাণপত্র 

     ঘ. জাবেদা

১১।  অদৃশ্য আর্থিক ঘটনা কোনটি?

     ক. পণ্য ক্রয়     খ. ধারে ক্রয়

     গ. মূলধন   

     ঘ. সম্পত্তির অবচয়

১২।  আর্থিক অবস্থার পরিবর্তনকারী ঘটনাকে কী বলে?

     ক. হিসাব      খ. লেনদেন

     গ. ঘটনা       ঘ. উৎস দলিল

১৩।  দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে কী ঘটে?

     ক. মূল্য হ্রাস   খ. মূল্য বৃদ্ধি

     গ. লেনদেন    ঘ. ঘটনা

১৪।  হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?

     ক. ঘটনা    

     খ. লেনদেন

     গ. দু-তরফা দাখিলা পদ্ধতি  

     ঘ. হিসাব

১৫।  প্রতিটি লেনদেনে একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে—লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলা হয়?

     ক. লেনদেন   খ. সমীকরণ

     গ. দ্বৈতস্বত্ব   ঘ. হিসাব

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ

১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গং


মন্তব্য